সাঁতারে মাধবন-পুত্র জিতলেন ৫টি সোনা ও ২টি রুপোর পদক, ছবি দিলেন ‘গর্বিত’ বাবা
আর মাধবন-পুত্র বেদান্ত মাধবন খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩-এ সাতটি পদক জিতেছেন। বেদান্ত টুর্নামেন্টে পাঁচটি স্বর্ণ ও দুটি রৌপ্য পদক জিতেছেন। টুইটারে ছেলের মেডেল-সহ ছবি শেয়ার করে নিয়েছেন রকেট্রি অভিনেতা নিজেই।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার জন্য তিনি টুর্নামেন্টে মহারাষ্ট্রের প্রতিনিধিত্বকারী দলকেও অভিনন্দন জানিয়েছেন। দলটি মোট ১৬১টি পদক জিতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ৫৬টি স্বর্ণ, ৫৫টি রৌপ্য এবং ৫০টি ব্রোঞ্জ পদক। অভিনেতা লিখলেন, ‘মহারাষ্ট্র টিমকে শুভেচ্ছা ২টি ট্রফির জন্য। একটি ছেলেদের দলের সাঁতারে অসাধারণ পারফরমেন্স, অপরটি খেলো গেমসে মহারাষ্ট্র দলের হাতে ‘ওভারঅল চাম্পিয়ানশিপ ট্রফি’।’
প্রসঙ্গত, বেদান্ত কেরিয়ার গড়েছেন সাঁতারে। অলিম্পিকে ভাগ নেওয়ার ইচ্ছে আছে মাধবনের ছেলের। ২০২১ সালে ছেলের সাঁতার প্রশিক্ষণ যাতে সঠিক হয় তা নিশ্চিত করতে দুবাইতে স্থানান্তরিত হন অভিনেতা ও তাঁর স্ত্রী। গত বছর ড্যানিশ ওপেনে স্বর্ণপদক জিতে খবরে এসেছিলেন বেদান্ত। প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাওয়াতের মতো তারকারা সেই সময় প্রশংসা করেছিলেন ম্যাডি-পুত্রের।
মাধবনের করা টুইটে বেদান্তকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘গর্বিত বাবা। যখনই মাধবনকে ছেলের সঙ্গে দেখি মনটা খুশিতে ভরে ওঠে।’ অপরজন লিখলেন, ‘কে বলেছে স্টার কিড মানেই তাঁরা অহংকারী হবে। বাচ্চাকে তো এভাবেই বড় করা উচিত। অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে সকলের মাধবনের থেকে।’
এক সাক্ষাৎকারে এর আগে বেদান্তকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি আমার বাবার ছায়ায় থাকতে চাই না। আমি নিজের নাম করতে চেয়েছিলাম। শুধুমাত্র আর মাধবনের ছেলে হতে চাইনি। বাবা-মা আমার দেখাশোনার জন্য অনেক আত্মত্যাগ করেছেন। যার মধ্যে সবথেকে বড় হল আমাকে নিয়ে দুবাইতে চলে যাওয়া।’
মাধবন ছেলেকে নিয়ে দুবাইতে যাওয়ার কারণ হিসেবে বলিউড হাঙ্গামাকে বলেছিলেন, ‘মুম্বাইয়ের বড় সুইমিং পুলগুলি হয় কোভিডের কারণে বা নিয়মের জন্য (২০২১ সালে) বন্ধ রয়েছে। আমরা এখানে দুবাইতে বেদান্তের সঙ্গে রয়েছি। এখানে বড় পুলগুলি খোলা রয়েছে। অলিম্পিক্সের জন্য অনুশীলন করছে ও। সুনীতা (অভিনেতার স্ত্রী) এবং আমি ওর পাশে আছি।’
For all the latest entertainment News Click Here