সহবাস সম্পর্কে চিড় থেকে ফের কাছাকাছি আসা! তবে সোহিনীকে নিয়ে মুখে কুলুপ রণজয়ের
ছোটপর্দায় তাঁর কাবম্যাক ইনিংস কতটা সফল তা নিয়ে দ্বিমত থাকতে পারে, তবে গত কয়েক বছরে বাংলা টেলিভিশনের কোনও পুরুষ চরিত্র নিয়ে খুব কমই এতটা চর্চা হয়েছে। কথা হচ্ছে ‘গুড্ডি’ ধারাবাহিকের অনুজ, মানে রণজয় বিষ্ণুর। ২২শে মার্চ ছিল অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনে শ্যুটিং থেকে ছুটি নিয়েছিলেন রণজয়। মঙ্গলবার মধ্যরাত থেকেই চলেছে বন্ধুদের নিয়ে জমিয়ে সেলিব্রেশন, আর এই উদযাপনের যাবতীয় দায়িত্বভার সামলেছেন নায়কের বিশেষ বান্ধবী সোহিনী সরকার। যদিও নিজেদের সম্পর্কটা আপতত গোপনই রাখছেন তাঁরা।
একটা সময় খুল্লমখুল্লা প্রেম করেছেন দুজনে, লিভ ইন সম্পর্কেও ছিলেন তাঁরা। মাঝে হঠাৎ করেই দূরত্ব তৈরি হয় সোহিনী-রণজয়ের। তবে সম্পর্ক যে পুরোপুরি ছিন্ন হয়নি তা বারেবারে বুঝিয়ে দিয়েছেন দুজনে। তবে আপতত প্রকাশ্যে সোহিনীর প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন রণজয়।
মধ্যরাতে বন্ধুদের সঙ্গে উদযাপন সেরে মধ্য়মগ্রামে নিজের বাড়িতে হাজির রণজয়। সেখানেই পরিবারের সঙ্গে কাটিয়েছেন বাকি সময়টা। সেলিব্রেশনে সোহিনীর হাত কতটা? এক সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে রণজয় জানান, ‘সোহিনী তো রয়েছে সব সময়ই। তবে আমাদের প্রসঙ্গে খুব বেশি কথা বলতে চাই না। সোহিনীর থেকে বিশেষ উপহারও পেয়েছি। সেটা না হয় আড়ালেই থাকুক।’
জন্মদিনে নীল রঙা প্রিন্টেট শার্টে পাওয়া গেল রণজয়কে। চোখে পরিচিত কালো ফ্রেমের চশমা। চকোলেট কেক হাতে হাসিমুখে পোজ দিলেন, তারপর চলল জমিয়ে নাচা-গানা। যদিও সোহিনীর দর্শন ছবিতে মেলেনি।
মাঝে অনেকটা সময় আলাদা ছিলেন সোহিনী-রণজয়। গত বছর এপ্রিলে ইনস্টাগ্রামের দেওয়ালে সোহিনী লিখেছিলেন–‘সিঙ্গেল। আর এই একা থাকার প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করছি।’ এরপর ইনস্টায় পরস্পরকে আনফলো করেছিলেন তাঁরা। তবে সম্পর্কের বরফ নাকি গলে জল! শহরের নানান অনুষ্ঠানে হামেশাই একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে। তবে দ্বিতীয়বার নিজেদের প্রেম গোপনেই রাখতে চান। হঠাৎ এমন পন্থা কেন? সেই প্রশ্নের জবাব জানা নেয়। তাঁদের ‘গোপন প্রেম’ পরিণতি পাক এমনটাই প্রার্থনা জুটির ভক্তদের।
For all the latest entertainment News Click Here