সহজ গ্রুপে ভারতের ছেলেরা, চাপে মেয়েরা, এশিয়ান গেমসে ফুটবলে কীভাবে নক-আউটে উঠবে?
এশিয়ান গেমসের ফুটবলে সহজ গ্রুপে পড়ল ভারতীয় পুরুষ ফুটবল দল। আজ যে ড্র অনুষ্ঠিত হয়েছে, তাতে ভারতের গ্রুপে আছে চিন, বাংলাদেশ এবং মায়ানমার। ভারতের (৯৯) থেকে ফিফা ক্রমপর্যায়ে একমাত্র এগিয়ে আছে চিন (৮০)। চলতি বছর চিন ভালো ছন্দে থাকলেও শেষবার যখন ভারতের বিরুদ্ধে নেমেছিল, তখন জিততে পারেনি। ২০১৮ সালে গোলশূন্য ড্র হয়েছিল। মায়ানমার (১৬০) ও বাংলাদেশের (১৮৯) বিরুদ্ধে ভারতের রেকর্ডও ভালো। সেই পরিস্থিতিতে নিদেনপক্ষে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকার ক্ষেত্রে ভারতীয় দলের সমস্যা হওয়ার কথা নয়। তবে ফিফার উইন্ডোতে এশিয়ান গেমসের ফুটবল প্রতিযোগিতা না হওয়ায় অনেকাংশে ভাগ্য নির্ভর করছে অনূর্ধ্ব-২৪ খেলোয়াড়দের উপর। অন্যদিকে, মেয়েদের লড়াইটা বেশ কঠিন। কারণ ভারতের (৬০) থেকে এগিয়ে আছে চাইনিজ তাইপেই (৩৭) এবং থাইল্যান্ড (৪০)। যে তিনটি দল গ্রুপ ‘বি’-তে পড়েছে।
আরও পড়ুন: Indian Draw Football Draw Highlights: কাতার থাকলেও বিশ্বকাপের কোয়ালিফায়ারে সহজ গ্রুপে ভারত, এশিয়াডের শুরুতে লড়াই সোজা
এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলের গ্রুপ বিন্যাস
১) গ্রুপ ‘এ’: চিন, বাংলাদেশ, মায়ানমার এবং ভারত।
২) গ্রুপ ‘বি’: ভিয়েতনাম, সৌদি আরব, ইরান এবং মঙ্গোলিয়া।
৩) গ্রুপ ‘সি’: উজবেকিস্তান, সিরিয়া, হংকং এবং আফগানিস্তান।
৪) গ্রুপ ‘ডি’: জাপান, প্যালেস্তাইন এবং কাতার।
৫) গ্রুপ ‘ই’: দক্ষিণ কোরিয়া, বাহারিন, থাইল্যান্ড এবং কুয়েত।
৬) গ্রুপ ‘এফ’: উত্তর কোরিয়া, ইন্দোনেশিয়া, কিরঘিজস্তান এবং চাইনিজ তাইপেই।
আরও পড়ুন: বড় দেশগুলির বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করতে পারব- এশিয়াডে সুযোগ পেয়ে ফুটছেন কোচ স্টিমাচ
এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলের ফর্ম্যাট (কোন পথে ফাইনালে?)
১) ২৩টি দলকে মোট ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে- গ্রুপ ‘এ’, গ্রুপ ‘বি’, গ্রুপ ‘সি’, গ্রুপ ‘ডি’, গ্রুপ ‘ই’ এবং গ্রুপ ‘এফ’। গ্রুপ ‘ডি’-তে তিনটি দল আছে। বাকি পাঁচটি গ্রুপের দলের সংখ্যা পাঁচ।
২) প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুটি দল নক-আউট রাউন্ডে যাবে। সেইসঙ্গে সব গ্রুপের মধ্যে সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দলও প্রি-কোয়ার্টার ফাইনালে উঠবে। অর্থাৎ প্রথম রাউন্ড থেকে পরের রাউন্ডে যাবে মোট ১৬টি দল।
৩) ‘রাউন্ড অফ ১৬’-তে মোট আটটি ম্যাচ হবে। আটটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। আটটি দল বিদায় নেবে।
৪) কোয়ার্টার ফাইনাল থেকে চারটি দল সেমিফাইনালে যাবে।
৫) দুটি সেমিফাইনাল ম্যাচের বিজয়ী দুটি দল ফাইনালে সোনার জন্য লড়াই করবে। যে দুটি দল সেমিফাইনালে হেরে যাবে, সেই দুটি দল তৃতীয় স্থানাধিকারী বা ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলবে।
এশিয়ান গেমসে মহিলাদের ফুটবলের গ্রুপ বিন্যাস
১) গ্রুপ ‘এ’: চিন, উজবেকিস্তান, মঙ্গোলিয়া।
২) গ্রুপ ‘বি’: চাইনিজ তাইপেই, থাইল্যান্ড এবং ভারত।
৩) গ্রুপ ‘সি’: উত্তর কোরিয়া, সিঙ্গাপুর এবং কম্বোডিয়া।
৪) গ্রুপ ‘ডি’: জাপান, ভিয়েতনাম, নেপাল এবং বাংলাদেশ।
৫) গ্রুপ ‘ই’: দক্ষিণ কোরিয়া, হংকং, ফিলিপিন্স এবং মায়ানমার।
এশিয়ান গেমসে মহিলাদের ফুটবলের ফর্ম্যাট (কোন পথে ফাইনালে?)
১) মোট ১৭টি দল খেলবে। গ্রুপ ‘এ’, গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’-তে তিনটি করে দল আছে। গ্রুপ ‘ডি’ এবং গ্রুপ ‘ই’-তে চারটি করে দল রাখা হয়েছে।
২) প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সেইসঙ্গ সব গ্রুপের সেরা তিনটি দ্বিতীয় স্থানাধিকারী দলও পরের রাউন্ডে যাবে।
৩) কোয়ার্টার ফাইনালে চারটি ম্যাচ হবে। প্রতিটি ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে যাবে।
৪) সেমিফাইনালের জয়ী দুটি দল সোনার জন্য ফাইনালে লড়াই করবে। হেরে যাওয়া দুটি দল ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলবে।
For all the latest Sports News Click Here