সহজকে নিয়ে এক ছাদের নিচেই থাকবেন, ‘চিরদিনই তুমি যে আমার’ বলছেন রাহুল-প্রিয়াঙ্কা
অবশেষে ভাঙা প্রেম, ভাঙা সংসার জোড়া লাগছে। ‘চিরদিনই তুমি যে আমার’ আপাতত এই সুরেই গান গাইছেন রাজ চক্রবর্তীর নায়ক-নায়িকা কৃষ্ণা ও পল্লবী। ঠিক বুঝলেন না তো? বাংলা ইন্ডাস্ট্রির সুপার হিট ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার কথা বলছিলাম।
‘চিরদিনই তুমি যে আমার’- ছবির সেট থেকেই রাহুল-প্রিয়াঙ্কার প্রেমের শুরু, তারপর বিয়েও করে নেন। রাহুল-প্রিয়াঙ্কার এক সন্তানও রয়েছে,নাম ‘সহজ’। আইনত বিচ্ছেদ না হলেও বহু বছর রাহুল-প্রিয়াঙ্কা আলাদাই থাকছিলেন। একসময় তাঁদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে যায়, সেই কাদা ছোড়াছুড়ি প্রকাশ্যে চলে আসে। বিচ্ছেদের জন্য আইনি পথেও হাঁটছিলেন তাঁরা। তবে রাহুল প্রিয়াঙ্কার একমাত্র ছেলে সহজ-এর জন্যই আবারও সবকিছু সহজ হয়ে গেল রাহুল-প্রিয়াঙ্কার মধ্যে।
আরও পড়ুন-আমার দুই মেয়ে ছিল প্রীতি প্রিয়াঙ্কার অনুরাগী, একদিন বলল মা তুমি ওল্ড ফ্যাশান: ‘রোজা’ অভিনেত্রী মধু
গত বছর থেকেই একটু একটু করে ফের কাছাকাছি আসছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। পুজো, দোল, সব অনুষ্ঠানেই সহজকে মাঝে রেখে একসঙ্গেই সেলিব্রেট করতে দেখা গিয়েছিল রাহুল-প্রিয়াঙ্কাকে। বছর শেষে প্রিয়াঙ্কার জন্মদিনেও অভিনেত্রীর সঙ্গে একই রঙের পোশাক পরে দেখা গিয়েছিল রাহুলকে। আবার সহজকে নিয়ে একসঙ্গে দোলও উদযাপন করেছিলেন এই জুটি। তাই রাহুল-প্রিয়াঙ্কা যে এক হচ্ছেন, তা নিয়ে টলিপাড়ায় কানাঘুষো শোনাই যাচ্ছিল। এবার সেই খবরেই সিলমোহর দিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
রহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবিষয়ে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, তাঁদের মধ্যে যে মামলা চলছিল, তা তাঁরা প্রত্যাহার করে নিয়েছেন। শীঘ্রই তাঁরা একসঙ্গে থাকবেন। আর ছেলে সহজের কথা ভেবেই এই সিদ্ধান্ত। মা-বাবা একসঙ্গে থাকবে শুনে বেশ খুশি ছোট্ট সহজ।
জানা যায় ২০১৮ সালে প্রথম মামলা করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই মামলা গড়ায় ২০২৩-এ। তবে জানুয়ারিতে তাঁরা কেউই আদালতে হাজিরা দেননি। রাহুল জানিয়ে দিয়েছেন তাঁরা আর মামলা চালাবেন না। আগামী জুলাই মাসে পুরো বিষয়টি আইনত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অভিনেতা।
For all the latest entertainment News Click Here