সল্লুর ‘ভাইজান’-কে ছাপিয়ে যাওয়ার পালা! ৮ দিনে কত আয় করল ‘দ্য কেরালা স্টোরি’?
সব বিতর্ককে সঙ্গী করেই বক্স অফিসে এক সপ্তাহ রাজ করল ‘দ্য কেরালা স্টোরি’। বাংলায় ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্মাতারা। শুক্রবার সেই আবেদনের শুনানিতে রাজ্যকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। এদিকে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানাতে করমুক্ত ঘোষণা করা হয়েছে ধর্মান্তকরণের এই ছবি। বক্স অফিসের রিপোর্ট বলছে শনিবারই ১০০ কোটির ঘর পেরিয়ে যাবে ‘দ্য কেরালা স্টোরি’।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট বলছে, যে দ্য কেরালা স্টোরি তার অষ্টম দিনে ১২.৫০ কোটি আয় করেছে (প্রাথমিক অনুমান), যা সপ্তম দিনে (১২.৫০ কোটি)-র সমান। এর ফলে চলচ্চিত্রের মোট সংগ্রহ গিয়ে দাঁড়াল ৯৪ কোটি।
গত শুক্রবার (৫ মে) ৮.০৩ কোটি দিয়ে প্রেক্ষাগৃহে তাঁর দৌড় শুরু করেছিল। তারপর শনিবারে আয় ছিল ১১.২২ কোটি আর রবিবার ১৬.৪০ কোটি। এরপর প্রথম সোমবার আয় করে ১০.৭ কোটি, মঙ্গলবার তা হয় ১১.১৪ কোটি, বুধবার ১২ কোটি এবং বৃহস্পতিবার ১২.৫০ কোটি। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, ছবিটির সংগ্রহ ‘অসাধারণ’ এবং ‘চোখ কপালে তোলা’র মতো। আরও পড়ুন: বোনের বাগদানে সামিল হতে দিল্লি এলেন প্রিয়াঙ্কা, পাপারাৎজিদের নমস্কার করলেন তিনি
এদিকে, কেরল স্টোরি যে গতিতে বক্স অফিসে এগোচ্ছে, তাতে এটা খুব জলদি ছাড়িয়ে যাবে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর আয়কে। যা থিয়েটারে মাত্র ১০৭.৭১ কোটি আয় করেছে। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবির আয় বেশি অজয় দেবগনের ভোলা (৮২.০৪ কোটি), অক্ষয় কুমারের সেলফি (১৬.৮৫ কোটি), এবং কার্তিক আরিয়ানের শেহজাদা (৩২.২০ কোটি)-র থেকে বেশি। আরও পড়ুন: ‘ফের থাপ্পড় খেল’, কেরালা স্টোরি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের পর মত রুদ্রনীলের
ছবির ট্রেলারে দাবি করা হয়েছিল কেরল থেকে ৩২ হাজার মহিলাকে গায়েব করা হয়েছে, ছলে-বলে-কৌশলে তাঁদের ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছে এবং সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের অত্যাচারের শিকার সেইসব মহিলারা। সেই নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। পরে ৩২ হাজার থেকে তিন মহিলা করে দেওয়া হয় ট্রেলার। তবে অনেকেই এই ছবির উপরে চাপিয়ে দিয়েছেন ‘রাজনৈতিক প্রোপাগন্ডা’র তকমা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here