‘সলমন ২-৩ ঘণ্টার জন্য আসত, ওর হয়ে KKHH শ্যুট করেছেন অন্য কেউ’! ফাঁস করলেন ফারহা
সম্প্রতি ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’ রিয়ালিটি শোয়ে হাজির হয়েছিলেন ফারহা খান। সেখানেই ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি নিয়ে অজানা কথা ফাঁস করলেন ফারহা খান। ছবিতে ‘আমন’-এর চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খান। ফারহা বলেন, সলমন নাকি খুব অল্প সময়ের জন্যই শ্য়ুটিংয়ে আসতেন, তাই তাঁর জায়গায় ‘ডুপ্লিকেট’ নিয়ে কাজ চালানো হয়েছে।
সম্প্রতি সামনে এসেছে ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’ রিয়ালিটি শোয়ের একটি প্রোমো। যেখানে ঋতজি নামে এক নৃত্যশিল্পীকে নিয়ে কথা বলতে দেখা গিয়েছে ফারহা খানকে। ফারহা বলেন, ‘ঋতজি খুব কিউট ছিলেন। আপনাদের জানাই, যে সাজন জি ঘর আয়ে গানে ঋতজি অর্ধেক গানটি সালমানের ডুপ্লিকেট হিসাবে কাজ করেছিলেন। সলমন সেসময় মাত্র ২-৩ ঘন্টার জন্য শ্যুটিংয়ে আসতেন। তাই ওঁর জায়গায় সমস্ত ব্যাক শট, টপ শট, ওয়াইড শট ঋতজিই দিতেন। আর সবই ছিল ওয়ান শট ওকে।’
আরও পড়ুন-শেষ হয়েও হইল না শেষ…! ‘মিঠাই’ শেষে আরও একবার শুরুর দিনে ফিরলেন সৌমিতৃষা-আদৃতরা
আরও পড়ুন-সায়রা বানুর ছবিতে ভিড়ে দাঁড়ানোর সুযোগ পান, কত পারিশ্রমিক পেয়েছিলেন নাসিরুদ্দিন?
প্রসঙ্গত, ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’ শোয়ে ‘ছাইয়া চাইয়া’ গানের মূল নৃত্যশিল্পীদের ডাকা হয়েছিল। ফারাহ তাঁদের তুলে ধরতে গিয়ে কুছ কুছ হোতা হ্যায় সম্পর্কে এই অজানা কথা ফাঁস করে বসেন। টেলিভিশনের তরফে প্রমো শেয়ার করে ক্যাপশানে লেখা হয়েছে, কেমন লাগল ‘সাজন জি ঘর আয়ে’-র পিছনে লুকিয়ে থাকা আসল গল্প? প্রসঙ্গত, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন ফারহা খান।
এর আগে করণ জোহর ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে ‘আমন’-র চরিত্রে সলমনের রাজি হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন। করণ বলেছিলেন, সেসময় আমন চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারণ কেউই শাহরুখের দ্বিতীয় প্রধান হিসাবে অভিনয় করতে চাইছিলেন না। পরে এক পার্টিতে সলমনকে করণ কথাটা জানালে, সল্লু বলেছিলেন, ‘এই ছবিটি করার জন্য পাগল হওয়া উচিত, আর আমি হলাম সেটাই।’ সলমন বলেছিলেন, তিনি শুধু করণের বাবা যশ জোহরের জন্যই ছবিটিতে কাজ করতে রাজি হয়েছিলেন।
For all the latest entertainment News Click Here