সলমন এনার্জিটিক, শাহরুখ ভালোবাসায় পরিপূর্ণ, একসঙ্গে কাজ করা নিয়ে অকপট রিধি ডোগরা
২০২৩ সালে একের পর এক চমক রেখেছেন সলমন-শাহরুখ। আসছে টাইগার থ্রি, জওয়ান-এর মতো ছবি। আর এই ছবিতেই অভিনয় করেছেন অভিনেত্রী রিধি ডোগরা। শাহরুখের সঙ্গে কাজ করা যেন তাঁর কাছে স্বপ্নের মতো ছিল। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ‘পিচার্স সিজন ২’ অভিনেত্রী শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
সাক্ষাৎকারে রিধি জানিয়েছেন, ‘অভিনয় আমার স্বপ্ন। আমি এখনও আমার স্বপ্ন নিয়ে কাজ করছি এবং আমি যেখানে থাকতে চাই সেখানেই আছি।’ শাহরুখের সঙ্গে কাজ করা ছিল অভিনেত্রীর অন্যতম স্বপ্ন। পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ ছবিতে কাজ করতেই যেন রিধির সেই স্বপ্ন পূরণ হয়েছে। পাশাপাশি সলমন খান এবং ক্যাটরিনা কাইফের বিগ-বাজেট অ্যাকশন ফ্লিক, ‘টাইগার ৩’ এবং ‘অসুর ২’-এর জন্য ২০২৩-এ অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: কেমন সাজাবেন ব্যালকনি, নির্মীয়মান বাড়ির তদারকি করতে ছুটলেন রণবীর-আলিয়া
অভিনেত্রীর কথায়, ‘টাইগার থ্রি এবং জওয়ান দুটোরই অভিজ্ঞতা আমার কাছে খুব ভালো। দুটিই বিগ বাজেটের মাল্টিস্টার কাস্ট ছবি। এত বড় প্রোজেক্টের সঙ্গে যুক্ত থাকা যেন জিগস পাজেলের মতো।’
টাইগার থ্রি পরিচালক মণীশ শর্মার সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব রিধির। অভিনেত্রীর কথায়, ‘যখন আমি জানলাম মণীশ টাইগার থ্রি-র পরিচালক, তখন থেকেই একসঙ্গে কাজ করতে চেয়েছিলাম। যেন পুরানো বন্ধুর সঙ্গে দেখা করার মতো। আমার উদ্দেশ্য নিজের থেকে বড় কিছুর অংশ হওয়া নয়। বরং এমন প্রোজেক্টের অংশ হতে চাই, যেখানে লোকে আমাকে দেখতে চাইবে।’
রিধির কথায়, আমি শুধুমাত্র শাহরুখের জন্য ‘জওয়ান’ করেছি। একটু লাজুক হয়েই অভিনেত্রীর মন্তব্য, ‘আমি সেই লক্ষাধিক লোকের মধ্যে একজন যারা শাহরুখকে দেখে অনেক কিছু শিখেছে। ১০ বছর বয়সে বসে ম্যাগাজিনে শাহরুখের প্রত্যেকটা সাক্ষাৎকার পড়তাম।’
রিধির কাছে শাহরুখই ভালোবাসা। অভিনেত্রীর কথায়, ‘ওঁকে আমরা সকলেই চিনি। ওঁর সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পর কথা বলতে পারিনি। তিনি সেটে সবার সঙ্গে কথা বলতেন। আর, আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তাঁর পাশে বসে কথা বলার ক্ষমতাই হয়নি। মানে আমি কোথায় দিয়ে শুরু করব? নিজেকে স্বাভাবিক রাখতে পারছিলাম না। আমি তাঁকে আমার বন্ধুর চেয়েও আমার আইডল হিসেবে রাখতে চাই।’
শাহরুখ এবং সলমন উভয়ের সঙ্গেই কাজ করার পর রিধি জানিয়েছেন, ‘অনেকেই আছেন যাঁরা দুজনের সঙ্গে কাজ করেছেন। আমাকে চাপের মধ্যে না রাখাই ভালো। সত্যি বলতে, আমি সলমনের থেকে শাহরুখের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। কি আলাদা তা বলার জন্য আমি সত্যিই কেউ নই। পার্থক্য শুধু শাহরুখ দিল্লির আর সলমন একজন সত্যিকারের বম্বের ছেলে। সলমনের মধ্য়ে আলাদা এনার্জি রয়েছে, শাহরুখ ভালোবাসায় পরিপূর্ণ এবং উষ্ণ।’
For all the latest entertainment News Click Here