সলমনের হাতে ‘মারধর’ খাওয়ার দাবি! ফের অনলাইনে বিস্ফোরক পোস্ট সোমি আলির
বলিউডের সুপারস্টার সলমন খানের প্রাক্তন প্রেম নিয়ে বিতর্কের কোনও অন্ত নেই। তবে তার মধ্যে কার্যত সবচেয়ে বেশি চর্চায় থাকেন অভিনেত্রী সোমি আলি। ফের একবার প্রাক্তনের নামে ক্ষোভ উগড়ে দিয়েছেন একসময়ের জনপ্রিয় নায়িকা। ইনস্টাগ্রামে সলমনকে ইঙ্গিত করে শেয়ার করেছেন লম্বা এক পোস্ট। তবে এবার শুধু ভাইজান একা নন, সোমির সমালোচনার তীরে বিদ্ধ হলেন সলমনের বন্ধুরাও।
সোমি ইনস্টাগ্রামে নিজের কতগুলো ছবি শেয়ার লিখলেন, এই পোস্টের পর তাঁর বিচক্ষণতা নিয়ে প্রশ্ন উঠবে। কেউ কেউ পোস্ট মুছে দেওয়ার কথাও বলবে। তবে তিনি সত্যি কথাই বলবেন। সোমি তাঁর পোস্টে সলমন খান, সুভাষ ঘাই, জিয়া খানের নাম জুড়েছেন হ্যাশট্যাগে।
জিয়া লিখলেন, ‘আমাকে পোস্টগুলি সরিয়ে নিতে বলা হবে। আমার বিচক্ষণতা নিয়েও প্রশ্ন তুলবে কেউ কেউ। আমার মদ্যপানের সমস্যা নিয়ে কটাক্ষ হব। তবুও আমি প্রতিবাদ চালিয়ে যাব, কারণ আপনাদেরকে এসব অপমানের মধ্যে দিয়ে যেতে হয়নি, অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়নি। পাশে কেউ ছিল না কারণ তুমি যার বিরুদ্ধে অভিযোগ তুলছ সে সুপারস্টার। আপনি তাঁর বন্ধু। তিনি আপনার কেরিয়ার যেমন তৈরি করতে পারেন তেমন ভেঙেও দিতে পারেন। আপনি আপনার বন্ধুদের বিশ্বাস করেছিলেন, ভেবেছিলেন তাঁরা আপনার পক্ষ নেবে, তারা আপনার অবস্থা সব জানত, কখনও নিজের চোখেও প্রত্যক্ষ করেছে। কিন্তু তা হয়নি।’
‘এই গালিগালাজ করা মানুষটাকে ‘প্যয়রা ইনসান’ বলে দিলেই আমি হয়তো খুব ভালো মানুষ হয়ে যাব। অভিনেতা হিসেবে মানুষটাকে আমি খুব শ্রদ্ধা করি। আমাকে ট্রোলে বিদ্ধ করার আগে মনে রাখুন আপনাদের কোনও কমেন্ট আমি পড়ি না, আমার সে সময়ও নেই। আপনারা সেই বন্ধ দরজার পিছনে ছিলেন না, যখন আমার সঙ্গে অত্যাচার হয়েছে। আমি ভালো বা খারাপ যা অনুভব করেছি, আপনি তা জানেন না। আপনারা নিষ্ঠুর হচ্ছন এমন মানুষের প্রতি যে কিছুই করেনি। দয়া করে একটু চিন্তা করুন এগুলো, শুধু আমায় নিয়ে নয়, অনলাইনে ট্রোল হওয়া আমার মতো আরও অনেককে নিয়ে। এর শেষ দরকার এবার।’,, নিজের পোস্টে আরও যোগ করেন জিয়া।
১৯৯১ থেকে ১৯৯৯ অবধি সম্পর্কে ছিলেন সলমন আর সোমি। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দেখেই সলমনের প্রেমে পড়েছিলেন প্রাক্তন অভিনেত্রী। সলমনের জন্যই পাকিস্তান থেকে ভারতে পালিয়ে আসেন। সেই সময় অন্য সম্পর্কে ছিলেন সলমন, তাই সোমির প্রেম প্রস্তাব খারিজ করেছিলেন। ‘বুলন্দ’ নামের এক ছবিতে সলমনের নায়িকা হওয়ার সুযোগ পান সোমি। শ্যুটিংও শুরু হয়েছিল ছবির, তবে মাঝপথে আটকে যায় সেই প্রোজেক্ট। তবে শুরু হয় যায় প্রেম। সলমনের সঙ্গে প্রেম ভাঙার পর বলিউড ছাড়েন এই পাক সুন্দরী।
For all the latest entertainment News Click Here