সলমনের সঙ্গে তাঁরই ঘরে প্রচুর মদ্যপান, পরদিন সকালে ঘুম ভাঙতেই আমির দেখলেন…
ইদ পালন করতে এবছর ‘ভাইজান’ সলমনের বাড়িতে হাজির হয়েছিলেন আমির। সেই পার্টিতে আমিরের সঙ্গে তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন সল্লু। এদিকে অর্পিতা খান শর্মা ও আয়ুষ শর্মার ইদ পার্টিতে তখন সকলের নজর আমিরের দিকেই ছিল। কারণ, আমিরের হাতে ছিল সলমনের ‘লাকি’ ফিরোজা ব্রেসলেট। কিন্তু সলমনের ‘লাকি’ সেই ব্রেসলেট, যেটা কিনা তিনি কোনওভাবেই হাতছাড়া করেন না, সেটা আমিরের হাতে কীভাবে এল? এটা ভেবেই সকলে তখন হতবাক।
সম্প্রতি এক ভ্লগার, ইউটিউবার ফাঁস করেছেন সেই তথ্য। কারণ, তিনি যখন আমিরের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন আমিরই তাঁকে সব কথা খোলসা করেন। ঠিক কী ঘটেছিল? সলমনের ব্রেসলেট কীভাবে এসেছিল আমিরের হাতে?
আমির খান বলেন, ‘আমি গতরাতে সলমনের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আমরা ওর সিনেমার সাফল্য উদযাপন করছিলেন। সেই আড্ডাতেই সলমন মাতাল হয়ে গিয়েছিল, সঙ্গে আমিও। আর তখনই ও আমায় ওর ব্রেসলেট দিল। বলল, তুমি আমার ভাই। আমরা একে অপরকে এত দীর্ঘ সময় ধরে চিনি, কখনও এটা উদযাপন করিনি। তাই আমি তোমায় এটা দিচ্ছি।’
ইউটিউবার জানান, এর পরদিন সকালে যখন আমির ঘুম থেকে উঠে নিজের হাতে সলমনের ব্রেসলেটটি দেখেন, তখন তিনি বলেছিলেন, ‘ওহ হো।’ আমির তখনই বলেন, ‘আমি আজ রাতেই সালমনের বাড়িতে ফিরে যাচ্ছি কারণ আমি এই জিনিসটি হারানোর জন্য দায়ী হতে চাই না।’এদিকে সলমন হাতের ব্রেসলেট নিজের হাতে গলিয়ে সেটা সামলাতে নাজেহাল হয়ে পরেছিলেন আমির খান। আর তাই একপ্রকার বিরক্তও হচ্ছিলেন। ইউটিউবার আরও জানিয়েছেন যে কীভাবে আমিরের মেয়ে ইরা তাঁকে একটি পুশ-আপ প্রতিযোগিতার চ্যালেঞ্জ ছুড়েছিলেন।
বহু আগে একবার তাঁর লাকি ব্রেসলেট নিয়ে কথা বলেছিলেন সলমন। জানিয়েছিলেন, ‘এই পাথরটিকে ফিরোজা বলা হয়। দৃশ্যত, এখানে দুটি জীবন্ত পাথর আছে. একটা গ্রীক এবং অপরটি ফিরোজা। যদি আপনার মধ্যে কোনও নেতিবাচকতা আসে তাহলে সেটা প্রথমে এই পাথরে আসে, আর এটিতে শিরার মতো তৈরি হয় আর ফেটে যায়। এটা আমার সপ্তম পাথর।’
For all the latest entertainment News Click Here