সলমনের ফোন, নম্বর ব্লক করে দেন শেহনাজ! কপিলের শো-তে এসে নিজেই জানালেন কারণ
কিসি কা ভাই কিসি কী জান-এর প্রচারে সম্প্রতি কপিল শর্মা শো-তে এসেছিলেন শেহনাজ গিল। আর সেখানেই তিনি খোলসা করলেন সলমনের নম্বর কেন পাঠিয়েছিলেন ব্লক লিস্টে। সঙ্গে কীভাবে ফের আনব্লক করেন তাও জানান। প্রসঙ্গত, সলমনের ছবি দিয়েই বলিউডে ডেবিউ করবেন শেহনাজ।
কপিল শর্মার শো-তে এসেই শেহনাজ জানান, ‘আমি অমৃতসরে গুরুদ্বারে ছিলাম। তখনই আমার কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। এবং আমার এরকম অজানা নম্বরগুলি ব্লক করার অভ্যাস আছে, এবারও আমি তাই করেছি। তারপর কয়েক মিনিট পরে, আমার কাছে একটা ম্যাসেজ আসে। যেখানে লেখা ছিল, সলমন স্যার আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। ফোন করার চেষ্টা করছেন।’
আরও পড়ুন: রবিবারই শেষ সম্প্রচার বালিঝড়ের, দু মাসে বন্ধ হওয়া নিয়ে কী বলছেন ‘ঝোড়া’ তৃণা?
‘এরপর আমি ট্রু কলার অ্যাপে নম্বরটি দেই যাচাই করার জন্য যে সেটা সত্যিই সলমন খানের নম্বর কি না। তারপর যখন সলমন স্যারের নাম ভেসে আসে ফোনের স্ক্রিনে আমি ঘুরিয়ে ওঁকে ফোন করি।’ শো-তে ছিলেন পূজা হেগড়ে, পলক তিওয়ারি, রাঘব জুয়ালরা।
আরও পড়ুন: ‘ভাই আমার প্রেমে পড়েছে’, ঋত্বিকের মনের মানুষের খোঁজ দিলেন ‘ঊর্মি’ অন্বেষা?
এই মাসের শুরুতেই শেহনাজ জানান, তিনি যখন তাঁর প্রথম মিউজিক ভিডিয়োর শ্যুটে গিয়েছিলেন তখন তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয়েছিল, ‘এ তো বাচ্চা। এর দ্বারা হবে না।’ সেদিন বাড়িতে এসে খুব কেঁদেছিলেন তিনি। শেহনাজের কথায়, ‘আমার মা আমাকে বলেছিলেন আমি কেন কাঁদছি, একদিন আমি সালমান খানের ছবিতে থাকব। স্যার আমাকে একটি সুযোগ দিয়েছিলেন এবং প্রমাণ করেছিলেন যে মায়ের কথা সবসময় সত্য হয়।’
প্রসঙ্গত, ২১ এপ্রিল মুক্তি পাবে কিসি কা ভাই কিসি কী জান ছবিটি।
বিগ বস দিয়েই লোকের নজর টানেন শেহনাজ। ইতিমধ্যেই বেশ কিছু মিউজিক ভিডিয়োয় কাজ করেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছে পঞ্জাবি সিনেমা ‘হসলা রাখ’-এ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here