সলমনের প্রথম বিজ্ঞাপনের নায়িকা ছিলেন টাইগার শ্রফের মা! ভাইরাল ৩৯ বছর আগের ভিডিয়ো
সম্প্রতি বলিউড ইন্ডাস্ট্রিতে ৩৪ বছর পূর্ণ করেছেন সলমন খান। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির সঙ্গে অভিনয় সফর শুরু হয়েছিল সেলিম খান ও সলমা খানের বড় ছেলের। তবে গ্ল্যামার দুনিয়ায় সলমন বছর কয়েক আগেই প্রবেশ করেছিলেন মডেল হিসাবে। কলেজে পড়তে পড়তে বেশ কিছু বিজ্ঞাপনী প্রচারের মুখ হয়েছেন তিনি।
১৯৮৩ সালে এক সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপনে ধরা দিয়েছিলেন সলমন খান। আর ক্যাম্পা কোলার সেই বিজ্ঞাপনে সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আয়েশা শ্রফ। হ্যাঁ, জ্যাকি শ্রফের স্ত্রী তথা টাইগার শ্রফের মা-কে এই বিজ্ঞাপনে দেখা গিয়েছে ভাইজানের বিপরীতে। সঙ্গে ছিলেন সিরাজ মার্চেন্ট, সুনীল নিশ্চল, বণীশা ভ্যাজ এবং আরতি গুপ্তাও।
সলমনের বয়স তখন মেরেকেটে ১৬! বলিষ্ঠ বাহু বা প্রসস্থ ছাতি নেই- একদম রোগা ছিপছিপে তরুণ সলমন। বিজ্ঞাপনে কারুর মুখেই কোনও সংলাপ নেই, স্ক্রিনে উপস্থিতিও খুব সামন্য। প্রমোদ তরীতে ভেসে চলেছেন সকলে। হাতে ঠাণ্ডা পানীয়র বোতল নিয়ে ইয়্যাচেই চলছে নাচা-গানা। আবার কখনও মেয়েরা সমুদ্রে ঝাঁপ মারছে স্নানপোশাকে। সমুদ্র সৈকতে ক্যাম্প করতেও দেখা গেল তাঁদের। আর ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে বিজ্ঞাপনী জিঙ্গল।
এই ভিডিয়ো শেয়ার করে স্মৃতির সাগরে ডুব দেন টাইগারের মা। লেখেন, ‘যখন জীবনটা খুব সাধারণ এবং আনন্দে ভরপুর ছিল। শুনে খুশি হলাম এটা ফিরছে! খুঁজে দেখুন তো কে কোনজন?’
আয়েশা শ্রফের পোস্ট করা ৩৯ বছর আগের এই ভিডিয়ো দেখে আপ্লুত নেটিজেনরা। তারকারাও এই ভিডিয়োয় লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন। অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুর থেকে টাইগার শ্রফের প্রাক্তন প্রেমিকা দিশা পাটানি কমেন্ট বক্সে ভাইজানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
সেদিন ওই ছিপছিপে ছেলেটা আগামী তিন দশক ধরে বলিউডে রাজত্ব করবে, এমনটা কে জানত? ‘বিবি হো তো অ্যায়সি’-তে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন সলমন। এরপর তাঁর বিগ ব্রেক ছিল সুরজ বরজাতিয়ার ‘মেয়নে প্যায়ার কিয়া’। সলমন-ভাগ্যশ্রীর এই ছবি আজও ততটাই জনপ্রিয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সলমন খানকে।
আরও পড়ুন-‘ওর দোষ না আমার দোষ- সে নিয়ে কথা বলিনি’, ব্রেক আপ প্রসঙ্গে বিস্ফোরক দেব
প্রসঙ্গত বক্স অফিসে সলমনের শেষ ছিল ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। আগামিতে তাঁকে দেখা যাবে ‘টাইগার থ্রি’ ছবিতে। এই ছবিতে আবারও ফিরছে সলমন-ক্যাটরিনা জুটি। পাশাপাশি সম্প্রতি নিজের আরও এক আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রথম ঝলক সামনে এনেছেন সলমন। অন্যদিকে খুব শীঘ্রই বিগ বসের নতুন সিজন নিয়েও ছোটপর্দায় ফিরবেন সুপারস্টার।
For all the latest entertainment News Click Here