সলমনের নামে এ কী বললেন ‘তেরে নাম’ নায়িকা ভূমিকা, খারাপ লাগতে পারে সল্লু-ভক্তদের
সলমন খানের সাথে ‘তেরে নাম’ সিনেমায় কাজ করেই সকলের মনে জায়গা করে নিয়েছিলেন ভূমিকা চাওলা। এরপর অবশ্য হতে গোনা কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে বলিউডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন প্রসঙ্গে ভূমিকা জানান, কোনওভাবেই তিনি তাঁর ‘তেরে নাম’ সহ-অভিনেতার দ্বারা প্রভাবিত হননি। বরং, দাবাং খানের সাথে সম্পর্ক ‘ভালো ও আন্তরিক’ বলেই জানান তিনি।
২০০৩ সালে ‘তেরে নাম’ দিয়ে বলিউডে ডেবিউ হয় ভূমির। বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল ছবিটি। ২৪টি নমিনেশন পায়, যার মধ্যে জিতে নেয় ৭টি।
Times Of India-কে দেওয়া সাক্ষাৎকারে সলমন খান প্রসঙ্গে ভূমিকা জানান, ‘প্রভাবিত করা একটা বড় শব্দ। কোনও ছবি, কোনও গান তোমার উপরে প্রভাব ফেলতে পারে। আমার সাথে সলমনের সম্পর্ক কোনওদিনই অতটাও কাছের নয়। আমরা যখন কাজ করেছি, তখন ওর সাথে আমার সম্পর্ক আন্তরিক আর ভালো ছিল। কিন্তু ওঁর খুব কাছের আমি ছিলাম না কখনোই।’ আরও পড়ুন: ইফতার পার্টিতে সলমন-শাহরুখের ‘ট্যুইনিং’, ছবি দেখে উচ্ছ্বসিত দুই খানের ভক্তর
ভূমিকা দাবি করেন, সলমন নিজেই নাকি অনেক বদলে গিয়েছেন। বলেন, ‘আমি তো ওঁর মধ্যে অনেক বদল দেখতে পাই। এটা অবশ্য বয়সের সাথে সাথে আমাদের সবার সাথেই হয়। ২০ বছর বয়সে মানুষ একরকম থাকে, আবার ৩০-এ পা রাখলে আলাদা, ৪০-এ গেলে আলাদা, ৫০-এ আরও আলাদা। তবে সবটাই আমার নিজের ধারণা। বললাম না, ওকে ব্যক্তিগতভাবে চিনি না আমি। শুধু বলতে পারি মানুষ হিসেবে, একজন শিল্পী হিসেবে ও অনেক বদলেছে বলে দেখে মনে হয়।’
For all the latest entertainment News Click Here