সলমনের ‘টাইগার ৩’তে ক্যামিও চরিত্রে অভিনয়! আবেগপ্রবণ হয়ে গোপন কথা ফাঁস শাহরুখের
২৫ জুন, বলিউডে ৩০ বছর পূর্ণ করেছেন শাহরুখ খান। বলিউডে ৩০ বছরের সাম্রাজ্য তাঁর। এ দিন সকাল থেকেই শুভেচ্ছায় ভেসেছেন। প্রকাশ্যে এনেছেন আসন্ন সিনেমা ‘পাঠান’-এর পোস্টার।
তিন দশক পার করার খুশিতে, শনিবার ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য লাইভ সেশনে আসেন শাহরুখ। ‘পাঠান’ ছবি নিয়ে কথা বলার পাশাপশি সলমনের সঙ্গে কাজ করার বিষয়ও কথা বলেন কিং খান।
এ দিন লাইভে এসে বলিউডের বাদশা নিজের মুখেই জানিয়েছেন, টাইগার ৩-তে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। সলমনের সঙ্গে কাজ করার প্রসঙ্গে অভিনেতা এ দিন বলেন, ‘সলমন খানের সঙ্গে কাজের নয় সেখানে ভালোবাসার, আনন্দের, বন্ধুত্বের ও ভ্রাতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। ওর সঙ্গে যখনই কাজ করি সেটা দারুণ আনন্দের। একটি ছাড়া (করণ অর্জুন) যদিও আমরা কখনও পূর্ণাঙ্গ সিনেমা একসঙ্গে করিনি। বলতে গেলে সিনেমায় দীর্ঘসময় একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। তাই সিনেমায় একসঙ্গে কাজ করার জন্য বছরে ৪-৫ দিন মাত্র সময় পেয়েছি।’
আরও পড়ুন: ‘বুঝে ওঠা কঠিন বাবা-স্বামী-বন্ধু ছাড়া তুমি আর কী কী’, শাহরুখকে নিয়ে আবেগঘন গৌরী
শাহরুখের ‘জিরো’ সিনেমায় ক্যামিও রোলে ছিলেন সলমন। একসঙ্গে একটি গানে দেখা গিয়েছিল তাঁদের। শাহরুখের ‘পাঠান’-এ ক্যামিও হিসেবে দেখা যাবে বলিউডের ভাইজানকে। এ দিন আবেগপ্রবণ হয়ে ‘টাইগার ৩’-এ সলমনের সঙ্গে কাজ করার কথাও ব্যক্ত করে ফেলেছেন শাহরুখ!
বলিউডের বাদশা বলেন, ‘এখন ‘পাঠান’ তো করছিই। জানি না গোপনীয়তা ভঙ্গ করছি কি না। তবে ইনশাল্লাহ! আমি ‘টাইগার’-এ থাকতে চাই। দারুণ লাগে ওর সঙ্গে কাজ করতে!’ এর আগে শাহরুখের সঙ্গে কাজের বিষয় নিজের জন্মদিনে নিশ্চিত করেছিলেন সলমনও।
For all the latest entertainment News Click Here