সলমনের আইনজীবীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের
সলমনের খানের হয়ে কৃষ্ণসার হরিণ হত্যার মামলা লড়ছেন আইনজীবী হস্তি মল সারস্বত। এ বার তাঁকেও প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই আইনজীবীর বাড়ি ঘিরে এখন কড়া নিরাপত্তার বলয়।
গায়ক সিধু মুসে ওয়ালার খুনের মামলার অন্যতম চক্রী হিসেবে আপাতত পুলিশ হেফাজতে লরেন্স। অতীতে সলমনকেও হুমকি চিঠি পাঠায় সিধু। সেখানে লেখা ছিল, ‘মুসেওয়ালার মতো করে দেব’। সেই চিঠি পেয়েছিলেন সলমনের বাবা সেলিম খানের রক্ষীরা।
সারস্বত পুলিশকে জানান, ৩ জুলাই হুমকি চিঠিটি পেয়েছিলেন তিনি। উচ্চ আদালতের জুবিলি চেম্বারের দরজার হাতলের মধ্যে ছিল চিঠিটি। সেই চিঠিতে নাকি লরেন্স এবং তাঁর সঙ্গী গোল্ডি ব্রারের নাম সই করা ছিল।
জানা গিয়েছে, সেই চিঠিতে লেখা ছিল শত্রুর বন্ধু তাদের শত্রু। সম্ভবত সলমনের হয়ে মামলা লড়েই তাদের রোষদৃষ্টিতে পড়েন সারস্বত। তাঁকে হুমকি দেওয়া হয়, তাঁর অবস্থায় সিধুর মতো হবে। চিঠিটি যদিও সরাসরি সারস্বত পাননি। পেয়েছিলেন তাঁর সহকারী জিতেন্দ্র প্রসাদ। বিদেশে ছিলেন সলমনের আইনজীবী। সেখান থেকেই পুরো বিষয়টি পুলিশকে জানান তিনি।
সিধুর খুনে আরও এক অভিযুক্ত সৌরভ মহাকালের দাবি, পরিচালক করণ জোহরও তাদের লক্ষ্যে ছিলেন। ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে পাঁচ কোটি টাকা আদায় করার পরিকল্পনা ছিল।
এ বার সলমনের আইনজীবীকে হুমকি চিঠি পাঠিয়ে আরও একবার শিরোনামে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
For all the latest entertainment News Click Here