সলমনের অর্ধনগ্ন ‘জুড়ুয়া’ শুয়ে পড়ল রেলওয়েল ট্র্যাকে! গ্রেফতার হবেন আজম আনসারি
সলমন খানের ডুপ্লিকেট হিসাবে পরিচিত আজম আনসারি। সোশ্যাল মিডিয়ায় লাখো ফলোয়ার হয়েছে আজমের। সলমনের চলন-বলনকে নকল করে নেটমাধ্যমে সুপারহিট সে। অথচ যশ আর খ্যাতির এই নেশার জেরেই এবার আইনি বিপাকে সলমন খানের এই অন্ধ ভক্ত। লখনউ-তে রেলওয়ে ট্র্যাকে শুয়ে পড়ে আইনি জটে আজম। লখনউ-এর আরপিএফের তরফে ইতিমধ্যেই মামলা নথিভুক্ত হয়েছে আজমের নামে।
ইনস্টাগ্রাম রিল ভিডিয়ো শ্যুট করতে গিয়ে রেলওয়ে ট্র্যাকে শুয়ে পড়েছিলেন আজম। উন্মুক্ত উর্ধাঙ্গ, ছেঁড়া-ফাটা জিনস পরে, সিগারেট হাতে রেলওয়ে ট্র্যাকে শুয়ে থাকতে দেখা গেল আজমকে। সলমন খানের ‘তেরে নাম’ ছবির টাইটেল ট্র্যাকে একটি রিল ভিডিয়ো শ্যুট করছিল সে। এই অদ্ভূত ঘটনার জন্যই আরফিএফ আইনি ব্যবস্থা নিল সলমন খানের ‘হামশকল’-এর বিরুদ্ধে। আরও পড়ুন- সঙ্গীতা থেকে ঐশ্বর্য, এই বলি সুন্দরীদের প্রেমে পড়ে মন গুঁড়ো গুঁড়ো হয় সলমনের!
লখনউ আরপিএফ-এর আধিকারিক সুরেশ কুমার জানান, রেলওয়ে আইনের ১৪৭, ১৪৫ এবং ১৬৭ ধারায় মামলা রুজু হয়েছে আজম আনসারি। শীঘ্রই গ্রেফতার হবেন তিনি। রিল ভিডিয়ো শ্যুট করতে গিয়ে এই প্রথমবার আইনি জটে ফাঁসেননি আজম। এর আগে ঠাকুরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। লখনউ-এর ভিড়েঠাসা রাস্তা-ঘাটে রিল ভিডিয়ো বানাতে দেখা যায়, সলমনের এই জুড়ুয়া-কে। গত কয়েক মাসে সোশ্য়াল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আজম। তবে এই জনপ্রিয়তাই এবার কাল হয়ে দাঁড়াল এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের জন্য। আরও পড়ুন-জানেন কি শাহরুখের মন্নত কেনার অফার আগে এসেছিল সলমনের কাছে, এই কারণে রাজি হননি!
For all the latest entertainment News Click Here