সলমনের অনাবৃত, পেশীবহুল চেহারার নতুন ছবি, ভক্তরা বললেন ‘টাইগার ইজ ব্যাক’
মধ্যে পঞ্চাশ পেরোনো সলমন খানের সুঠাম চেহারা ঈর্ষার কারণ হতে পারে নয়া প্রজন্মের বহু বলি-নায়কদের। এখনও ‘টাইগার’ এর অনাবৃত, পেশীবহুল ঊর্ধ্বাঙ্গের ছবি নিমিষে ভাইরাল হয় নেটপাড়ায়। পাশাপাশি অষ্টাদশীদের নাড়ির গতিবেগ বাড়ায় বললে কোনও অত্যুক্তি করা হবে না। তা এই বলি-তারকা ফের একবার নিজের একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দিনের বেশিরভাগ সময়টা এখন জিমেই কাটাচ্ছেন বলি-নায়ক। প্রতিদিন দু’বেলা ঘাম ঝরিয়ে ঘন্টা দু’য়েক বিভিন্ন ব্যায়াম করছেন নিজের ব্যক্তিগত জিমে।এবার ফের একবার জিম থেকে নিজের পেশীবহুল ঊর্ধ্বাঙ্গের ছবি পোস্ট করলেন ‘ভাইজান’। ছবিতে দেখা যাচ্ছে চিন-আপ মারছেন তিনি, যার ফলে তাঁর নির্মেদ, পেশীবহুল পিঠের প্রতিটি পেশী আরও ফুলে উঠেছে। মজা করে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গেটিং ব্যাক’।
নিজেদের প্রিয় নায়কের এহেন ছবি দেখে কী আর চুপ করে বসে থাকতে পারে ভক্তের দল। মুহুর্মুহু রিয়্যাক্ট পড়ার পাশাপাশি পাল্লা দিয়ে ভাইরালও হয়েছে সেই ছবি। কোনও ভক্ত মজা করে সেই ছবির তলায় লিখেছেন ‘সুলতান ইজ ব্যাক’ আবার তা অল্প শুধরে দিয়ে কেউ লিখেছেন ‘টাইগার ইজ ব্যাক’।
প্রসঙ্গত, ‘টাইগার’ সিরিজের তিন নম্বর ছবির নয়া দফার শ্যুটিংয়ের জন্য আপাতত জোর প্রস্তুতি নিচ্ছেন সলমন। শোনা যাচ্ছে চলতি মাসেই ‘টাইগার ৩’-এর শ্যুটিং শুরু করে দেবেন তিনি। তাঁর সঙ্গে ছবির সেটে যোগ দেবেন জোয়ারূপী ক্যাটরিনা কাইফ-ও। ছবিতে কাঁধে কাঁধ মিলিয়ে ‘টাইগার’ ও ‘পাঠান’ অর্থাৎ শাহরুখ খান-কে জঙ্গিদের ঠান্ডা করতে দেখা যাবে। ছবিতে প্রধান ভিলেনের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। এর আগে টাইগার সিরিজের প্রথম ছবি ‘এক থা টাইগার’ পরিচালনা করেছিলেন কবীর খান। সিরিজের দ্বিতীয় ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর দায়িত্বে ছিলেন আলি আব্বাস জাফর। সিরিজের এই তিন নম্বর অ্যাকশন-থ্রিলারের পরিচালকের আসনে বসেছেন মনীশ শর্মা।
For all the latest entertainment News Click Here