সলমনের অনাবৃত, পেশীবহুল চেহারার নতুন ছবি, আগুনে জবাব প্রাক্তন প্রেমিকার
মধ্যে পঞ্চাশ পেরোনো সলমন খানের সুঠাম চেহারা ঈর্ষার কারণ হতে পারে নয়া প্রজন্মের বহু বলি-নায়কদের। এখনও ‘টাইগার’ এর অনাবৃত, পেশীবহুল ঊর্ধ্বাঙ্গের ছবি নিমিষে ভাইরাল হয় নেটপাড়ায়। পাশাপাশি অষ্টাদশীদের নাড়ির গতিবেগ বাড়ায় বললে কোনও অত্যুক্তি করা হবে না। তা এই বলি-তারকা ফের একবার নিজের একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ফলোয়ার্সদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন, ‘এই টুপিটা কি মানাচ্ছে আমাকে?’ মজার কথা, বেশিরভাগ নেটিজেনই ‘টুপি’ নিয়ে ‘অন্য কিছু’ নিয়ে আলোচনায় মত হয়েছেন। এমনকি সলমনের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও নিজেকে আটকে রাখতে পারেননি পোস্টে কমেন্ট করার থেকে।
এক্ষেত্রে নেটিজেন কিংবা সঙ্গীতা বিজলানিকে কোনও পক্ষকেই বোধহয় দোষারোপ করা যায় না। কারণ জিমের মধ্যে নিজের পেশীবহুল, সুঠাম শরীরের ঊর্ধ্বাঙ্গ যদি অনাবৃত করে মাথায় পরা টুপির কথা সলমন জিজ্ঞেস করেন তাহলে কারই বা ‘টুপি জবাব’ দেওয়ার আগ্রহ থাকে। তাই লেখাই বাহুল্য সকলেই সলমনের পেটানো চেহারার প্রশংসাতেই আপাতত মেতে উঠেছেন। কেউ কেউ তো ‘টাইগার’ এর উদ্দেশে বলেই ফেলেছেন, ‘সলমন, মজা করতে তো ভালোই পারেন। আপনার শার্টলেস ছবিতে কে টুপি দেখবে?’ আরও একজন অনুরাগীর মতে ভিকি-ক্যাটের বিয়ের পর সলমনকে কেন্দ্র করে যেসব মিম ছড়িয়ে পড়িয়েছিল নেটপাড়ায়, কোনও শব্দ খরচ না করে মনে হয়ে এভাবেই সেই কটাক্ষের জবাব দিলেন সলমন। নজর কেড়েছে আরও এক ফ্যানের কমেন্টও, ‘ইস্ট অউর ওয়েস্ট, ভাইয়ের বডি ইজ দ্য বেস্ট!’
সলমনের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও ছবির কমেন্ট বক্সে আগুনের ইমোজি দিয়ে নিজের ভালোলাগার কথাটুকু বুঝিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, নব্বইয়ের দশকে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন এই দু’জন। কথা গড়িয়েছিল বিয়ের মন্ডপ পর্যন্তও। বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছিল। তবে চারহাত এক হওয়ার আগেই সলমন-সঙ্গীতার সম্পর্কের সুতো ছিঁড়ে যায়।
For all the latest entertainment News Click Here