সর্বোচ্চ রান, সর্বাধিক উইকেট, সব থেকে বেশি ছক্কা, তিন তালিকায় প্রথম তিনে সিকন্দর
বিরাট কোহলি চলতি টি-২০ বিশ্বকাপের ২টি ম্যাচেই হাফ-সেঞ্চুরি করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে চাপের মুখে ম্যাচ জিতিয়েছেন, তাতে মনে করা হচ্ছে বুঝি এবারের বিশ্বকাপে আগাগোড়া ছেয়ে থাকবেন ভারতীয় তারকা। তবে প্রথম রাউন্ড-সহ সুপার টুয়েলভের প্রথম ২টি ম্যাচ পর্যন্ত চলতি বিশ্বকাপে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে যেরকম পারফর্ম্যান্স উপহার দিয়েছেন সিকন্দর রাজা, তাতে নিশ্চিতভাবেই বলা যায় যে, এখনও পর্যন্ত বিশ্বকাপ মাতাচ্ছেন জিম্বাবোয়ের অল-রাউন্ডার।
আসলে দুই রাউন্ড মিলিয়ে বিশ্বকাপের ২৬টি ম্যাচের পরে সর্বোচ্চ রান সংগ্রহকারী, সর্বাধিক উইকেটশিকারি ও সব থেকে বেশি ছক্কা মারা ক্রিকেটারের তিন তালিকাতেই প্রথম তিনে নাম রয়েছে সিকন্দর রাজার। স্বাভাবিকভাবেই জিম্বাবোয়ের তারকা যথার্থই অল-রাউন্ড পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন চলতি বিশ্বকাপে, সেটা অস্বীকার করার উপায় নেই।
চলতি টি-২০ বিশ্বকাপে সেরা পাঁচ রান সংগ্রহকারী:
১. কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা): ৫ ম্যাচে ১৭৬ রান।
২. ম্যাক্স ও’দাউদ (নেদারল্যান্ডস): ৫ ম্যাচে ১৫৩ রান।
৩. সিকন্দর রাজা (জিম্বাবোয়ে): ৫ ম্যাচে ১৪৫ রান।
৪. বিরাট কোহলি (ভারত): ২ ম্য়াচে ১৪৪ রান।
৩. পাথুম নিশঙ্কা (শ্রীলঙ্কা): ৪ ম্যাচে ১৩৭ রান।
৫. পল স্টার্লিং (আয়ারল্যান্ড): ৫ ম্যাচে ১২২ রান।
চলতি টি-২০ বিশ্বকাপে সেরা পাঁচ উইকেটশিকারি:
১. বাস ডি’লিড (নেদারল্যান্ডস): ৫ ম্যাচে ৯টি উইকেট।
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা): ৫ ম্যাচে ৯টি উইকেট।
৩. সিকন্দর রাজা (জিম্বাবোয়ে): ৫ ম্যাচে ৮টি উইকেট।
৪. মাহিশ থিকসানা (শ্রীলঙ্কা): ৫ ম্যাচে ৮টি উইকেট।
৫. স্যাম কারান (ইংল্যান্ড): ২ ম্যাচে ৭টি উইকেট।
চলতি টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কা মেরেছেন যে পাঁচজন:
১. রিলি রসউ (দক্ষিণ আফ্রিকা): ২ ম্যাচে ৮টি ছক্কা।
২. কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা): ৫ ম্যাচে ৮টি ছক্কা।
৩. সিকন্দর রাজা (জিম্বাবোয়ে): ৫ ম্যাচে ৮টি ছক্কা।
৪. বিরাট কোহলি (ভারত): ২ ম্যাচে ৬টি ছক্কা।
৫. মার্কাস স্টইনিস (অস্ট্রেলিয়া): ২ ম্যাচে ৬টি ছক্কা।
উল্লেখযোগ্য বিষয় হল, সিকন্দর রাজা এখনও পর্যন্ত টুর্নামেন্টে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৩টি ক্যাচও ধরেছেন।
For all the latest Sports News Click Here