সর্বাধিক রান সেভ CSK-র, ক্যাচ মিসের শীর্ষে MI, IPL-এ ফিল্ডিংয়ে হিট ও ফ্লপ কারা?
আইপিএলে যে প্রতিটি রানের মাহাত্ম্য কতটা, তা বারবার বোঝা গিয়েছে। তাই ভারতের ফ্র্যাঞ্চইজি টি-টোয়েন্টি লিগে ফিল্ডিংয়ের উপর বাড়তি জোর দেওয়া হয়। প্রতিটি দলই চায় যে প্রত্যেকে দারুণ ফিল্ডিং করুন। কিন্তু সেটা তো হয় না। কখনও কখনও বাজে ফিল্ডিংয়ের কারণে হেরে যেতে হয়েছে। কোনওরকম দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই বলা যায় যে অনেক সময়ই দুর্দান্ত ফিল্ডিংয়ে রান বাঁচানো, কোনও রান-আউটের সুযোগ ফস্কানো, কোনও ডিরেক্ট হিট, কোনও স্টাম্পিং, কোনও মিসফিল্ডিংয়ের কারণে ম্যাচের ভাগ্য পুরোপুরি পালটে গিয়েছে। আর সেরকমই কয়েকটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরতে চলেছে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’। যেমন, এবার আইপিএলে ফিল্ডিংয়ে সবথেকে বেশি রান বাঁচিয়েছে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজাদের চেন্নাই সুপার কিংস। আবার মিসফিল্ডিংয়ের কারণে সবথেকে বেশি কপাল পুড়েছে সানরাইজার্স হায়দরাবাদের। সবথেকে বেশি ক্যাচ ধরেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। সবথেকে বেশি ক্যাচ ফস্কেছে হার্দিকের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্স।
ফিল্ডিংয়ের মাধ্যমে কোন দল সবথেকে বেশি রান বাঁচিয়েছে?
১) চেন্নাই সুপার কিংস: ৯৪ রান।
২) গুজরাট টাইটানস: ৭৬ রান।
৩) মুম্বই ইন্ডিয়ান্স: ৭২ রান।
মিসফিল্ডের জেরে কোন দল সর্বাধিক রান হজম করেছে?
১) সানরাইজার্স হায়দরবাদ: ৭৭ রান।
২) পঞ্জাব কিংস: ৫৭ রান।
৩) রয়্যাল চ্যলেঞ্জার্স ব্যাঙ্গালোর: ৭৭ রান।
কোন দল সবথেকে বেশি ক্যাচ নিয়েছে?
১) গুজরাট টাইটানস: ১০৪ টি।
২) চেন্নাই সুপার কিংস: ৯৪ টি।
৩) লখনউ সুপার জায়েন্টস: ৮০ টি।
কোন দল সবথেকে বেশি ক্যাচ ফস্কেছে?
১) মুম্বই ইন্ডিয়ান্স: ১৯ টি।
২) চেন্নাই সুপার কিংস: ১৮ টি।
৩) দিল্লি ক্যাপিটালস: ১৭ টি।
আরও পড়ুন: সর্বাধিক শতরান, সব থেকে বেশি ছক্কা, টুর্নামেন্টের ইতিহাসের ৫টি সর্বকালীন রেকর্ড ভেঙে দেয় IPL 2023- তালিকা
কোন দল সবথেকে বেশি রান-আউট করেছে?
১) গুজরাট টাইটানস: ৮ টি।
২) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ৭ টি।
৩) মুম্বই ইন্ডিয়ান্স: ৭ টি।
কোন দল সবথেকে বেশি রান-আউটের সুযোগ ফস্কেছে?
১) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১০ টি।
২) চেন্নাই সুপার কিংস: ১০ টি।
৩) দিল্লি ক্যাপিটালস: ১০ টি।
কোন দল সবথেকে বেশি ডিরেক্ট হিট করেছে?
১) চেন্নাই সুপার কিংস: ৬ টি।
২) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ৪ টি।
৩) মুম্বই ইন্ডিয়ান্স: ৩ টি।
আরও পড়ুন: ওপেনার হিসেবে 2023 IPL-এ সবচেয়ে খারাপ গড় রোহিতের, লজ্জায় মুখ পুড়ল MI অধিনায়কের
সবথেকে বেশি স্টাম্পিং করেছে কোন দল?
১) লখনউ সুপার জায়েন্টস: ৪ টি।
২) মুম্বই ইন্ডিয়ান্স: ৩ টি।
৩) চেন্নাই সুপার কিংস: ৩ টি।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here