সর্বকালীন রেকর্ড টিম ইন্ডিয়ার,ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথম দেখা গেল এমন ছবি
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বকালীন একটি রেকর্ড গড়ে টিম ইন্ডিয়া। এই নিয়ে টানা ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নেয় ভারত।
এর আগে কখনও টানা ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতেনি ভারতীয় দল। ২০২০ সালে কোহলিরা টানা ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নিয়েছিলেন। এতদিন সেটিই ছিল ভারতের সর্বকালীন রেকর্ড। এবার সেই নজিরকে ছাপিয়ে যায় টিম ইন্ডিয়া।
তবে শুধু টি-২০ ফর্ম্যাটেই নয়, বরং এর আগে ওয়ান ডে বা টেস্ট, কোনও ফর্ম্যাটেই কখনও টানা ১০টি ম্যাচ জিততে পারেনি ভারতীয় দল। সেদিক থেকে ভারতীয় ক্রিকেটের এটি ঐতিহাসিক মাইলস্টোন হয়ে থেকে যায়।
ভারত শেষবার কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে পরাজিত হয় গতবছর টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার পর থেকে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নমিবিয়াকে ১টি করে ম্যাচে হারিয়ে দেয় ভারত। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে ৩টি করে ম্যাচে পরাজিত করে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ১টি ম্যাচে জয় তুলে নেয়। সুতরাং, ভারতের এই জয়ের ধারা শুরু হয়েছিল ক্যাপ্টেন কোহলির হাত ধরে। তবে টিম ইন্ডিয়া মাইলস্টোনে পৌঁছয় রোহিত শর্মার নেতৃত্বে।
দেখে নেওয়া যাক ভারতের শেষ দশটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ফলাফল-
১. টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে আফগানিস্তানকে ৬৬ রানে পরাজিত করে।
২. টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দেয়।
৩. টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নমিবিয়াকে ৯ উইকেটে পরাজিত করে।
৪. নিউজিল্যাকে দ্বি-পাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারিয়ে দেয়।
৫. নিউজিল্যাকে দ্বি-পাক্ষিক সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারিয়ে দেয়।
৬. নিউজিল্যাকে দ্বি-পাক্ষিক সিরিজের তৃতীয় ম্যাচে ৭৩ রানে পরাজিত করে।
৭. ওয়েস্ট ইন্ডিজকে দ্বি-পাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারিয়ে দেয়।
৮. ওয়েস্ট ইন্ডিজকে দ্বি-পাক্ষিক সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ রানে পরাজিত করে।
৯. ওয়েস্ট ইন্ডিজকে দ্বি-পাক্ষিক সিরিজের তৃতীয় ম্যাচে ১৭ রানে হারিয়ে দেয়।
১০. শ্রীলঙ্কাকে দ্বি-পাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে ৬২ রানে পরাজিত করে।
For all the latest Sports News Click Here