সরু স্ট্র্যাপের ওয়ান পিস থেকে পেট বেরনো টপ! ট্রায়াল রুমে এ কী কাণ্ড ‘শ্রী’ দিয়ার
মেয়েদের কাছে শপিং-এর থেকে ভালো জিনিস আর কিছুই হয় না। আনন্দ হোক বা একরাশ মন খারাপ, অথবা কারও উপর জম্পেশ রাগ, সব ক্ষেত্রেই শপিং হতে পারে বেস্ট থেরাপি। সেরকমটা হয়তো হচ্ছে মিঠাই ধারাবাহিকের মিষ্টি মেয়ে শ্রীতমা ওরফে দিয়ার সঙ্গেও। চুটিয়ে শপিং করার আগে মন ভালো ছিল না খারাপ, তা বলা মুশকিল। তবে ট্রায়াল রুমে পছন্দের পোশাক গায়ে চাপিয়ে মুখ যে তাঁর হাসিতে ভরে উঠেছে তা বলাই বাহুল্য।
রবিবার একটি রিল ভিডিয়ো শেয়ার করে নিলেন দিয়ে ইনস্টাগ্রামে। যা শ্যুট করা হয়েছে ট্রায়াল রুমে। প্রথমে তাঁকে পরতে দেখা গেল একটি হলুদ ওয়ান পিস। টুকটুকে গায়ের রঙে সেই পোশাকখানা মানিয়েছিল দারুণ। এরপর সবুজ রঙের একটি টপের ট্রায়াল দেন। আর সবশেষে পিচ পিঙ্ক কালারের ক্রপ টপ।
মিঠাই শেষ হয়েছে তাও মাসখানেক হল। এরপর এখনও কোনও নতুন সিরিয়ালে দেখা যায়নি দিয়াকে। জি বাংলার এই ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে থাকলেও বুকভরা ভালোবাসা পেয়েছেন অনুরাগী ও দর্শকদের থেকে। শ্যুটের শেষ দিনে সেটে দেখা করতে আসা অনুরাগীদের ভিড়ে তো যেন হারিয়েই গিয়েছিলেন তিনি। সেই ভিডিয়ো শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘ভাইব এত হাই ছিল যে মুখের হাসি থামছিল না। এত গরমে সবাই জড়িয়ে ধরছিল, অস্বস্তি হয়নি এক ফোঁটাও। এই অনুভবটা আমার সঙ্গে শেষদিন অবধি থেকে যাবে।’
অবশ্য ‘ভালোবাসার একশ উপায়’ নামের মিউজিক ভিডিয়োয় কাজ করেছেন। যাতে তাঁর বিপরীতে দেখা গিয়েছে সৌভিক দাসকে। ইউটিউবে প্রকাশ্যে এসেছে সিনেমাখানা।
তবে গানে গানে ভালোবাসা হলেও, বাস্তবে প্রেমে এসেছে বাধা। টেলিপাড়ার মিষ্টি জুটি হিসাবেই পরিচিত ছিল অভিষেক বসু এবং দিয়া মুখোপাধ্যায়। তবে ভেঙে যায় সে সম্পর্ক প্রায় বছর খানেক আগেই। ‘সীমারেখা’ সিরিয়ালের সেট থেকে যে গল্পের শুরু হয়েছিল তা মাঝপথেই থেমে যায়। আর সবাইকে অবাক করে প্রায় সঙ্গে সঙ্গেই ‘গঙ্গারাম’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী সুরভি মানে রিনির সঙ্গে অভিষেকের প্রেমের খবর ছড়িয়ে পড়ে। ব্রেক-আপের তিন মাসের মধ্যেই সুরভির সঙ্গে সম্পর্ক অফিসিয়াল করে ফেলেন অভিষেক।
এক সাক্ষাৎকারে অভিষেক প্রেম নিয়ে কথা বলতে বসে এমন কিছু বলেন যাতে বোঝা যায় দুই পরিবারের অমিলের কারণেই টেকেনি সম্পর্কটা। অভিষেক বলেছিলেন, ‘বিয়ে হয় দুই পরিবারের মধ্যে। সেখানে আমার ও আমার পরিবারের গোটা ভবিষ্যৎ গুরুত্বহীন হয়ে পড়লে, তা খুবই কষ্টকর। যখন জানতে পারি, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। ভেবেছিলাম ভালবাসা দিয়ে বোধহয় সবটা শুধরে দেওয়া সম্ভব। সেই ভুল এখন ভেঙে গিয়েছে।’
তবে এসবই অতীত। যদিও অভিষেকের পর আর নতুন কোনও মানুষ দিয়ার জীবনে আসার খবর এখনও মেলেনি। হয়তো মূল ফোকাস রেখেছেন কাজেই!
For all the latest entertainment News Click Here