সরস্বতী পুজোয় টলিপাড়ার প্রেমের মুখ নুসরত আর যশ? কী বলছেন সবাই
ক’দিন পরেই সরস্বতী পুজো। অন্য বছরের মতোই এবারেও টলিপাড়ায় তার জন্য সাজগোজ চলছে। পরিচালক শিলাদিত্য মৌলিক এবারেও টলিউডের সরস্বতী পুজোর দায়িত্বে। তাঁর উদ্যোগেই পুজোর সব কিছুর আয়োজন চলছে। কে কোন দায়িত্ব নেবেন, তাও মোটামুটি ঠিক হয়ে গিয়েছে।
কিন্তু সরস্বতী পুজো মানে তো শুধু উৎসব আর পুজো নয়। এটি একই সঙ্গে বাঙালির প্রেমদিবসও বটে। পুজোর সব দায়িত্ব যখন বুঝিয়ে দেওয়া হয়ে গিয়েছে, তাহলে নিশ্চয়ই প্রেমদিবসের মুখ হওয়ার দায়িত্বও কেউ পেয়েছেন?
না, আনুষ্ঠানিক ভাবে এরকম কোনও খবর এখনও পাওয়া যায়নি। তবে এক সংবাদমাধ্যমকে পরিচালক শিলাদিত্য মৌলিক জানিয়েছেন, এবার সবার সঙ্গেই পুজোর সব কাজে থাকছেন নুসরত আর যশ।
ওঁরাই কি তাহলে প্রেমদিবসের মুখ? সংবাদমাধ্যমের এমন প্রশ্ন শুনে নাকি শিলাদিত্য মেনে নিয়েছেন তত্ত্বটি। হাসিমুখে বলেছেন, হ্যাঁ, ওঁরাই।
তবে এবারের পুজোর দিনটির অন্য গুরুত্বও আছে। তাও বলেছেন পরিচালক। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, গত দুটো বছর সকলেই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। কেউ ভালো ছিলেন না। তাই পুজোও বিশেষ ভালো করে হয়নি। কিন্তু এবার সেই ভয় কিছুটা কেটেছে। তাই ধুমধাম করেই হচ্ছে পুজো। সেই সাজগোজ, খিচুড়ি খাওয়া— সবই হবে আগের মতো। গোটা টলিউড অংশগ্রহণ করবে এই পুজোয়।
কী কী থাকছে খাবারের তালিকায়? খিচুড়ি, লাবড়া, কুলের চাটনি, নলেন গুড়ের পায়েসের ময়তো বাঙালির প্রিয় নানা পদ থাকবে পুজোর মেনুতে। জানিয়েছেন পরিচালক।
For all the latest entertainment News Click Here