সরকারি সম্মান পেলেও সরকারের দোষ-ত্রুটি দেখলে নিন্দা করবেন, অকপট ‘পটকা’ অম্বরীশ
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হল ‘টেলি অ্যাকাডেমি পুরস্কার’। ছোটপর্দায় সুপারস্টারেদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল এই মঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই অুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী-সহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব। সেখানেই সেরা কৌতুক অভিনেতার পুরস্কারে সম্মানিত হলেন ধারাবাহিক ‘খড়কুটো’র ‘পটকা’ ওরফে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য।মমতা বন্দ্যোপাধ্যায়-এর হাত থেকেই টেলি অ্যাকাডেমি স্মারক গ্রহণ করলেন তিনি। গলায় উঠল সাদা-সবুজ উত্তরীয়।
এবার এই প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনও রাখঢাক না রেখেই অম্বরীশ জানিয়েছেন একজন অভিনেতা হিসেবে সরকারি সম্মান পেয়েছেন বলে তিনি বেশ খুশি। তার সঙ্গে বর্তমান রাজ্য সরকার ছোট পর্দার শিল্পী-কলা কুশলীদের নিয়ে যে ভাবছেন, তা দেখেও যথেষ্ট আনন্দিত তিনি। এতটুকুও দ্বিরুক্তি না করে সরাসরি বলেই ফেললেন, ‘ক্ষোভ ছিল, আগের সরকার ছোট পর্দার শিল্পীদের জন্য কখনও কিছু ভাবেনি। অথচ, টেলি ইন্ডাস্ট্রি অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকার ভেবেছে।’
প্রশ্ন উঠেছিল রাজ্য সরকারের তরফে দেওয়া সম্মান কি তবে আদতে শাসকদলের সু’নজরে থাকারই নামান্তর? এ প্রশ্নেরও জবাব দিয়েছেন অম্বরীশ। স্পষ্ট গলায় বলেছেন, শাসকদলের সু’নজরে থাকার মধ্যে কোনও অন্যায় তিনি দেখেন না। তবে হ্যাঁ, সরকারের দোষ-ত্রুটি দেখলে তিনি অন্তত চুপ করে বসে থাকবেন না। নিন্দা ও প্রতিবাদ করবেন। ‘পটকা’-র কথায়, ‘নিন্দা-প্রশংসা দুই করব পরিস্থিতি বুঝে। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত রাজ্যবাসীকেই সেই সুযোগ দিয়ে রেখেছেন।’
For all the latest entertainment News Click Here