সরকারি আমলাদের ফোনে প্রথমে পদ্মশ্রী ফিরিয়েছিলেন সোনু নিগম, ‘বেশি দেরি হয় গিয়েছে’
গায়ক সোনু নিগম পদ্মশ্রী সম্মান হাতে নিয়েছেন সপ্তাহখানেক আগেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে, সরকারি আমলাদের সাথে প্রথম কথা বলার সময় ঠিক কী হয়েছিল তা খোলসা করতে দেখা গেল তাঁকে। সোনু জানান, প্রথমে তিনি জানিয়ে দিয়েছিলেন এই সম্মান গ্রহণ করা সম্ভব হবে না তাঁর পক্ষে। গায়ক আরও বলেন অনেকের ক্ষেত্রেই এই পুরস্কার ‘লবি’র মাধ্যমে এলেও, তাঁর কাছে পুরস্কার পাঠিয়েছে ‘ইউনিভার্স’!
সোনু জানান এই ধরনের ফোন এলে কী জবাব দেবেন তা আগেই ঠিক করে রেখেছিলেন। ভেবেছিলেন তাঁর উত্তর হবে, ‘আপনার মনে হয় না আমাকে পদ্মশ্রী দিতে একটু বেশিই দেরি হয়ে গিয়েছে? ’
বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে সোনু জানান, ‘তোমরা এখন আমাকে পদ্মশ্রী দিচ্ছ? আপনারা আমাকে এই নিয়ে অনেকদিন ধরেই জ্বালাতন করে চলেছেন। আমরাও তো মানুষ, আমাদেরও তো লোভ হয়। এমন কোনও মানুষ আছেন যিনি সম্মান পাবেন কিন্তু খুশি হবেন না? একমাত্র যাঁরা পুরস্কার পায় না, তাঁরাই এমন বলে। সবাই চায় সঠিক সময়ে প্রশংসা ও স্বীকৃতি পেতে। যেমন বিচার দেরি করে দিলে সেটাকে বিচার হিসেবে আর ধরা যায় না। সোনু জানান, ‘আমার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব হবে না।’ আমি আরও বলি, ‘অনেকটা দেরি হয়ে গিয়েছে। আপনারা এখন আমাকে পদ্মশ্রী দিচ্ছেন। আমি সেই ধাপটা পেরিয়ে এসেছি যখন আমি এই সম্মানের জন্য অধীরে অপেক্ষা করেছিলাম’।’’ প্রায় ১৫ মিনিট টেলিফোনে কথা বলার পর, ‘বাবার সাথে কথা বলে জানাব’ বলে ফোন কেটে দিয়েছিলেন সোনু।
সেই মুহূর্তের ব্যাপারে কথা বলতে গিয়ে সোনু জানান, ‘তখন আমার মনে হয়েছিল এই পুরস্কারের জন্য আমাকে লবি করতে হয়নি। বরং ইউনিভার্স এটা আমার কাছে এনে দিয়েছে।’ তিনি জানান, এই ধরনের সম্মানের জন্য অনেকটা লবির দরকার হয়। এর আগে দু’ থেকে তিন জন তাঁর জন্য সেই চেষ্টাও করেছে। কিন্তু তিনি তাঁদের জানিয়ে দিয়েছিলেন, ‘এভাবে পদ্মশ্রী পেলে তিনি তা কোনওভাবেই উপভোগ করতে পারবেন না।’
বলিউড থেকে টলিউড দেশের নানান ভাষায় গান গেয়ে শ্রোতাদেরমনোরঞ্জন করেছেন সোনু। তাই তিনি পদ্ম সম্মান পাওয়ায় আপ্লুত হয়েছিলেন অনেকেই। জানিয়েছিলেন, ‘মা যদি আজকে বেঁচে থাকতেন, খুব কাঁদতেন। তাঁদের সকলকে ধন্যবাদ যাঁরা আমাকে এই পুরস্কার দেওয়ার যোগ্য বলে মনে করেছেন। আমার বাবা, মা পরিবারের সকলকে ধন্যবাদ।’
For all the latest entertainment News Click Here