সময় শেষ হয়ে আসছে কি বুঝতে পেরেছিলেন বাপ্পি? শেষ ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে জল্পনা
একসময় নিজের গানের তালে সকলকে নাচিয়েছিলেন যিনি, আজ তিনি কাঁদালেন। মঙ্গলবার মধ্যরাতে মৃত্যু হল বাপ্পি লাহিড়ির। দীর্ঘ একমাস ধরে অসুস্থ ছিলেন। গত বছর করোনা আক্রান্তও হন তিনি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। শরীর কিছুটা সুস্থ হওয়ায় সোমবার তাঁকে বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু মঙ্গলবার ফের অবস্থা সঙ্কটজনক হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
হাসপাতালে বসেই সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেছিলেন তিনি। নিজের একটা সাদা-কালো ছবি দিয়েছিলেন। তরুণ বয়সের বাপ্পিকে দেখে সেই সময় প্রশংসা করেছিল ভক্তরা। ক্যাপশনে লিখেছিলেন, ‘Old is always gold❤️’। তবে এটাই শেষ…
সাত ও আটের দশকের কালজয়ী গান তাঁকে দিয়েছিল ‘ডিস্কো কিং’-এর তকমা। কিশোর কুমার, আশা ভোঁসলে থেকে ঊষা উত্থুপ– কাজ করেছেন সকলের সাথে। পেয়েছেন ফিল্ম ফেয়ার, মির্চি ফিল্ম অ্যাওয়ার্ডের মতো সম্মান। বলিউডের গানের এক অন্যতম আইকন তিনি। তিনি না থাকলেও তাঁর গান থেকে যাবে সকলের মনে সবসময়।
গয়নার প্রতি ঝোঁক বরাবরের। আর শেষ পোস্ট করা ছবিতেও সেই ঝোঁকের দেখা মিলল। হাতে চওড়া ব্রেসলেট পরে দেখা মিলল তাঁর। এমনকী, ক্যাপশনেও উল্লেখ থাকল সোনার। বাপ্পিদার মৃত্যুর পর এই ছবিটিই ভাইরাল হয়ে গিয়েছে। অনেক অনুরাগী মনেই প্রশ্ন জাগছে, তবে কি তিনি বুঝেছিলেন শেষ সময় আসন্ন! তাই পুরনো সময়কে ফিরে দেখতে চেয়েছিলেন ছবির মাধ্যমেই? নেটপাড়া তাঁর আত্মার শান্তি কামনা করে কমেন্ট পরেছেন এই ছবিতে।
For all the latest entertainment News Click Here