সম্প্রচার নিয়ে PTV-র সঙ্গে ঝামেলা পাক বোর্ডের, শেষে মেটাতে হল ইমরানদের: রিপোর্ট
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দফতরের হস্তক্ষেপে কাটল জট। আদালতের বাইরেই মিটে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) ‘লড়াই’। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে এমনই জানানো হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্যিক চুক্তির ৭২ শতাংশ মুনাফা পাবে পিসিবি। বাকি ২৮ শতাংশ যাবে পিটিভির ভাঁড়ারে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল যে ৫৭.৫:৪২.৫ অনুপাতে মুনাফা বণ্টন করা হবে। মুনাফা বণ্টনের হারের উল্লেখ্যজনকভাবে পরিবর্তনে দু’পক্ষই মামলা তুলে নেবে বলে ঠিক হয়েছে বলে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ঘরোয়া সিরিজ সম্প্রচারের জন্য গত সেপ্টেম্বরে পিটিভির সঙ্গে তিন বছরের চুক্তি করছিল পিসিবি। কেবল অপারেটররা যাতে বেআইনিভাবে পাকিস্তানের ম্যাচ সম্প্রচার না করতে পারেন, সেজন্য আই-মিডিযা কমিউনিকেশনস সার্ভিসের সঙ্গেও চুক্তি করেছিল বাবর আজমদের বোর্ড। কিন্তু গত মাসে একতরফাভাবে পিসিবির চেয়ারম্যান রামিজ রাজা সেই চুক্তি বাতিল করে দেন বলে একাধিক সংবাদমাধ্যমে জানানো হয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের সম্প্রচার স্বত্ত্বের জন্য পৃথকভাবে দরপত্র ডাকা হয়। সেই পরিস্থিতিতে লাহোর সিভিল আদালতে যায় পিটিভি। আইনি জটের মধ্যেই হাইকোর্টে দ্বারস্থ হয় পিসিবি। মিটমাট করার জন্য দু’পক্ষের একাধিক বৈঠক হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। জট কাটেনি। শেষপর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরের হস্তক্ষেপে জট কেটেছে বলে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে।
For all the latest Sports News Click Here