সম্পর্কে রয়েছেন ভিকি-ক্যাটরিনা! রসায়নে একটু রঙ লাগালেন আয়ুষ্মান
বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এই ডিসেম্বরে চার হাত এক হতে চলেছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের। জোর গুঞ্জন, রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাওরা-র বিলাসবহুল রিসর্টেই তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে। অন্যদিকে, সলমন খানের সঙ্গে নিজের আসন্ন প্রোজেক্ট ‘টাইগার থ্রি’ নিয়ে দারুণ ব্যস্ত ক্যাটরিনা।
এবার ভিকি-ক্যাটরিনার রোম্যান্সের সিমেন্টে রঙ দিলেন অভিনেতা-গায়ক আয়ুষ্মা খুরানা। অভিনেতা পরোক্ষভাবে ভিকি এবং ক্যাটরিনার রোম্যান্সের বিষয়টি নিশ্চিত করেছেন। বিয়ের গুঞ্জনের মাঝে, ক্যাটরিনার জন্য ডেটিংয়ে কী করতে চান? এই প্রসঙ্গে কথা উঠতেই অভিনেতা বলেন, ‘শুনুন, আমি ওর মতো নাচতে পারি না। আমি কিছু জানিনা, ক্যাটরিনা কাইফ, কিন্তু হ্যাঁ, ভিকি (কৌশল) পঞ্জাবী তাই না! তাহলে আমার মনে হয় কোথাও তো পঞ্জাবী সংযোগ রয়েছে’।
এর আগে জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা হর্ষবর্ধন কাপুর জানিয়েছেন, ভিকি এবং ক্যাটরিনা সম্পর্কে রয়েছেন। তিনি বলেছিলেন, ‘ভিকি এবং ক্যাটরিনার সংযোগ রয়েছে। এটা সত্যি’। পাশাপাশি তিনি এও বলেছিলেন, ‘এটা বলার পর আমি ফাঁসতে পারি? আমি জানি না। আমি মনে করি তারা এই সম্পর্কে বেশ খোলামেলা’।
এক প্রতিবেদন অনুসারে, দিওয়ালির দিনই ভিকি এবং ক্যাটরিনা রোকা সেরেছেন। বলিউড পরিচালক কবীর খানের বাড়িতেই বসেছিল এনগেজমেন্টের আসর। ঘনিষ্ঠ সূত্রের দাবি, এদিনের অনুষ্ঠানে ক্যাটরিনার মা সুজান, ক্যাটের বোন ইসাবেল, ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন।
৭ থেকে ৯ ডিসেম্বরে রাজস্থানের বারওয়াড়া দুর্গতে বিয়ের আসর বসবে ভিকি এবং ক্যাটের। যা বর্তমানে একটি বিলাসবহুল রিজর্ট। মোট ৪৮টি শোওয়ার ঘর রয়েছে এখানে। ইতিমধ্য়ে তাঁরা বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন বলে জানা যাচ্ছে। যা বলিউডের বিগ ফ্যাট ওয়েডিংয়ের জন্য আদর্শ।
For all the latest entertainment News Click Here