সমুদ্রতটে চরম রোম্যান্সে মজে শাহিদ-কৃতি! এই অসম্ভব প্রেমের ঝলক মীরা দেখেছেন?
পড়ন্ত সূর্যের আলো গায়ে মেখে সমুদ্রের বালুকাবেলায় শাহিদের সঙ্গে রোম্যান্স মজে কৃতি। বাইকের ট্যাঙ্কারের উপর বসে শাহিদ, কৃতির নেশায় আবিষ্ট নায়ক। চুম্বনের ঠিক আগের মুহূর্তে ক্যামেরাবন্দি দুজনে! শাহিদ-কৃতির এই ঘনিষ্ঠ ছবি সামনে আসতেই হইচই নেটপাড়ায়। এই অসম্ভব প্রেমের পরিণতি কী? সেই নিয়েও চলছে চর্চা। না, ঘাবড়ে যাবেন না! বাস্তবে শাহিদের সঙ্গে প্রেম করছেন না কৃতি, সবটাই ঘটবে পর্দায়। শনিবার প্রকাশ্যে এল শাহিদ-কৃতির আসন্ন ছবির ফার্স্ট লুক। যদিও এখনও ঠিক হয়নি ছবির নাম।
এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত যোশি এবং আরাধনা শাহ। ছবি প্রযোজনার দায়িত্বে থাকছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপাণ্ডে এবং লক্ষ্ণণ উতরেকর। এই ছবিতে শাহিদ-কৃতি ছাড়াও দেখা মিলবে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এবং ডিম্পল কপাডিয়ার।
শনিবার ছবির শ্যুটিং শেষের খবর দেন কৃতি। নায়িকা লেখেন, ‘আমাদের অসম্ভব প্রেমের গল্পের পরিসমাপ্তি ঘটল। আমাদের নাম ঠিক না হওয়া এই প্রোজেক্ট মুক্তি পাবে ২০২৩-এর অক্টোবরে।’
সমুদ্রতটে শাহিদ-কৃতির রোম্যান্সের ঝলক থেকে সোশ্যাল মিডিয়ায় নানা মুনির নানা মত। অনেকেরই এই ছবির পোস্টার দেখে খটকা লেগেছে। বাইকের ট্যাঙ্কের উপর নায়ক বসে, আর সিটের উপর নায়িকা বসে রয়েছে! এহেন দৃশ্য অনেকের কাছেই দৃষ্টিকটূ। কেউ কেউ অবশ্য বলেছেন, শাহিদ কৃতির চেয়ে বেঁটে হওয়ার জেরেই এমনটা ঘটেছে। যাতে শাহিদকে লম্বা দেখায়। একজন লেখেন, ‘কৃতি শাহিদের কোলে না বলে, শাহিদ কৃতির কোলে বসে আছে! উলটপুরাণ পুরো’। আরেকজন লেখেন, ‘আমার তো মনে হয় এইভাবে বসায় কৃতির শরীরটা শাহিদের চেয়ে আরও বড় দেখাচ্ছে’।
বলিউডের অন্যতম দীর্ঘাঙ্গী কৃতি শ্যানন। বেশিরভাগ ক্ষেত্রেই নায়িকার কপালে জোটে বেঁটে অভিনেতা! কৃতির উচ্চতা প্রায় ৫ ফুট ৯ ইঞ্চি, শাহিদের চেয়ে কমপক্ষে এক ইঞ্চি লম্বা কৃতি। এই পোস্টার দেখে মজা করে অনেক শাহিদ ভক্তই লিখেছেন, ‘মীরা বৌদি কি এই ছবিটা দেখেছে? তোমাদের রোম্যান্সের খবর উনি জানেন?’
প্রসঙ্গত, এর আগে একবার শাহিদের সঙ্গে ছবি শেয়ার করে তাঁকে ‘BAE’ (পুরুষ সঙ্গী, মূলত প্রেমিক) বলে উল্লেখ করেছিলেন। এই ছবির শ্যুটিংয়ের ফাঁকেই ঘটেছিল সেই ঘটনা। পরে চট জলদি ছবির ক্যাপশন বদলে দেন নায়িকা। যা নজর এড়িয়ে যায়নি নেটিজেনদের। মীরার কথাতেই ক্যাপশন বদলেছেন নায়িকা, দাবি করে বসেন নেটিজেনরা।
For all the latest entertainment News Click Here