সমালোচকদের পাত্তা দেন না মালাইকা? কিন্তু তার পরেও একটি সত্যি কথা জানাতে চান
মালাইকা আরোরা খান তাঁর নতুন শো মুভিং উইথ মালাইকা শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে। আর সেই বিষয়ে তিনি একটি সাক্ষাৎকারে জানান, তিনি তাঁর সম্পর্কে যত ভ্রান্ত ধারণা আছে সেগুলো সব ভেঙে ফেলতে চান এই শোয়ের মাধ্যমে। এছাড়াও তিনি জানান ট্রোল, সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন এই শোতে। তাঁকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে টার্গেট করা হয়েছে সেটা তাঁর ব্যক্তিগত জীবন হোক বা অন্য কিছু নিয়ে, এবার তিনি সেই সমস্ত বিষয় নিয়ে উত্তর দেবেন।
আগামী মাসের ৫ তারিখ থেকে ডিজনি প্লাস হটস্টারে মালাইকা আরোরা খানের নতুন শো মুভিং উইথ মালাইকা আসছে। এই বিষয়ে তিনি কথা বলতে গিয়ে জানান, এই শোয়ের একটি জরুরি অংশ হবে তাঁর সম্পর্কে মানুষের মনে যত ভ্রান্ত ধারণা আছে সেগুলো দূর করা। একই সঙ্গে তিনি জানান যে ট্রোল নিয়ে তিনি আর মাথা ঘামান না। তাঁর মতে, ‘যার যার নিজস্ব একটা ধারণা, দৃষ্টিকোণ তো থাকবেই। আর সেটা গড়ে ওঠার পিছনে ট্রোলের একটা ভীষণ বড় হাত থাকে। কিন্তু আমার মনে হয় মানুষের আমাকে নিয়ে যে ভুল ধারণাগুলো আছে সেটা এবার কাটানো দরকার।
ইটি টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘মানুষ আমার সব কিছু নিয়েই সমালোচনা করে, সেটা আমার পছন্দ হোক, পোশাক হোক বা জীবনযাপনের ধরন। এমনকি আমার বয়স, চলাফেরা সব কিছু নিয়েই সমালোচনা হয়। আর এই বিষয়গুলো নিয়ে আমাকে ভীষণ রকম ট্রোলের সম্মুখীন হতে হয়। আর এবার এই বিষয়গুলো নিয়েই আমি কথা বলব। এটা স্রেফ একটা টক শো নয়। এখানে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হবে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো দেখা হবে।’
কিছুদিন আগে এই শোয়ের একটি প্রোমো ভিডিয়োতে মালাইকাকে বেশ কিছু সমালোচনা নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল। তিনি নিজের বিষয়ে বলেছিলেন, তিনি এমন একজন মহিলা যাঁকে নিয়ে সকলেই কথা বলতে ভালোবাসেন। তাঁর কথায়, ‘যাই করো মানুষ তোমায় নিয়ে কথা বলবেই। আমার সম্পর্ক ভাঙলেও সেটা ব্রেকিং নিউজ হয়ে যায়। আমি জীবনে এগিয়ে চললে সেটা নিয়েও আলোচনা হয়।’
For all the latest entertainment News Click Here