সমানেই পড়ছে আয়ের গ্রাফ, পঞ্চম দিনে কত লক্ষ্মী লাভ হল ‘জারা হাটকে জারা বাচক’-এর
‘জারা হাটকে জারা বাচকে’ ছবিটি মুক্তির পাওয়ার পর থেকে যত দিন এগোচ্ছে লক্ষ্মী লাভের পরিমাণ যেন ততই কমছে। প্রথম তিনদিন মোটের উপর ভালো আয় করলেও, সোমবার এবং মঙ্গলবার সমানেই আয়ের গ্রাফ পড়ল সারা আলি খান এবং ভিকি কৌশলের এই ছবির। মঙ্গলবার, ৬ জুন এই ছবি মুক্তির পঞ্চম দিনে ছবিটি মাত্র ৩.৮ কোটি আয় করেছে বক্স অফিসে। ফলে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৩০ কোটিতে।
ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে এই ছবির পঞ্চম দিনের বক্স অফিস কালেকশনের তথ্য জানিয়েছেন। তিনি তাঁর পোস্টে লেখেন, ‘জারা হাটকে জারা বাচকে লম্বা রেসের ঘোড়া। পঞ্চম দিনে সামান্য কমলো এই ছবির আয়। প্রথম সপ্তাহে আশা করা হচ্ছে এটি ৩৭ কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে। প্রথমদিন এই ছবি ৫.৪৯ কোটি, দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ৭.২০ কোটি, রবিবার ৯.৯০ কোটি, সোমবার ৪.১৪ কোটি এবং মঙ্গলবার ৩.৮৭ কোটি আয় করেছে। ফলে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৩০.৬০ কোটি।’ তিনি তাঁর এই পোস্টে পাশাপাশি এও জানিয়েছেন এই ছবি জাতীয় চেনের হলগুলোয় আলাদা করে কত কামিয়েছে। তাঁর পোস্ট অনুযায়ী ‘ শুক্রবার ৩.৩৫ কোটি, শনিবার ৪.৫৫ কোটি, রবিবার ৫.৭৮ কোটি এবং সোমবার ও মঙ্গলবার যথাক্রমে ২.৪০ ও ২.২৭ কোটি রোজগার করেছে।’
এই ছবি প্রেক্ষাপট হচ্ছে ইন্দোর। এখানে এক বিবাহিত যুগলের কথা বলা হয়েছে। কপিল এবং তব স্ত্রী সৌম্যা ডিভোর্স চায় একে অন্যের থেকে। তারপর কী হয় সেটা নিয়েই এই ছবি। ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল এবং সারা আলি খান। এই প্রথমবার তাঁরা এই ছবিতে জুটি বেঁধেছেন।
প্রসঙ্গত, এই ছবি মুক্তির পরই ছবির দুই মুখ্য অভিনেতাকে সিদ্ধিবিনায়ক মন্দিরে যেতে দেখা যায় জুটি বেঁধে। সেখানে গিয়ে পুজো দেন তাঁরা। ছবিটি বক্স অফিসে মোটামুটি সাড়া পাচ্ছে। দর্শকদের থেকে সাড়া পাওয়ার পরই তাঁরা কৃতজ্ঞতা জানাতে মন্দিরে যান ঈশ্বর দর্শনে।
For all the latest entertainment News Click Here