সময়ের আগে অগ্রগতি হচ্ছে পন্তের, নেটে কিপিং, ব্যাটিং শুরু করে দিয়েছেন, জানাল BCCI
ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত ২২ গজে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছেন। তিনি কঠোর পরিশ্রম করে চলেছেন। যে কারণে তিনি সময়ের আগে ফিটও হয়ে উঠছেন। শুক্রবার তাঁর ফিটনেস নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকা পাঁচ জন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। তার মধ্যে রয়েছেন পন্ত। বাকি চার জন প্লেয়ারের ২২ গজে ফেরার বিষয়ে জানা গেলেও, পন্তের মাঠে ফেরার বিষয়ে অবশ্য এখনও কোনও কিছু জানাতে পারেনি বিসিসিআই।
জসপ্রীত বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণ- দুই ফাস্ট বোলারের উল্লেখযোগ্য ভাবে অগ্রগতি হয়েছে। তাঁরা সম্ভবত এশিয়া কাপেই দলে ফিরতে পারেন। কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারও নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। ওডিআই বিশ্বকাপের আগে তাঁরা ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন।
আরও পড়ুন: PCB-কে ডজ দিয়ে আগেভাগেই Asia Cup-এর সূচি প্রকাশ জয় শাহের, রাগে ফুঁসছে পাকিস্তান
তবে পন্তকে নিয়ে বিসিসিআই নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ‘মিস্টার ঋষভ পন্ত: তিনি তাঁর রিহ্যাবে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন এবং নেটে ব্যাটিং ও উইকেটকিপিং শুরু করেছেন। বর্তমানে তিনি তাঁর জন্য নির্দিষ্ট একটি ফিটনেস প্রোগ্রাম অনুসরণ করছেন, যার মধ্যে শক্তি, নমনীয়তা এবং দৌড় অন্তর্ভুক্ত রয়েছে।’ বিসিসিআই গত কয়েক মাসের মধ্যে পন্তের অসাধারণ উন্নতির দাবি করেছে ঠিকই, তবে তাঁর মাঠে ফেরা নিয়ে সংশয় রয়েছে। সূত্রের খবর, ৫০ ওভারের বিশ্বকাপের আগে তিনি কোনও ভাবেই ফিট হয়ে উঠতে পারবেন না।
বৃহস্পতিবার পন্ত ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে তাঁকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির জিমে কসরত করতে দেখা গিয়েছে। এনসিএ-র জিমে পন্তকে ওজন তুলতে দেখা গিয়েছে। এর অর্থ কিন্তু খুব পরিষ্কার, পন্ত ফিট হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন। এছাড়াও তাঁকে এক পায়ে দাঁড়িয়ে ব্যালেন্স করতে দেখা গিয়েছে। তবে পুরো ফিট হতে এখনও অনেকটা সময় লাগবে পন্তের।
আরও পড়ুন: কী ভাবে গাইড করছেন রোহিত ভাইয়া, জুটির সাফল্যের রেসিপি ফাঁস করলেন যশস্বী
গত বছর একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা থেকে বরাতজোরে প্রাণে বেঁচে যান পন্ত। গুরুতর গাড়ি দুর্ঘটনার পর ছয় মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে। ২০২২ ডিসেম্বরের শেষে নিজের মাকে সারপ্রাইজ দেবেন বলে গাড়ি চালিয়ে দিল্লি থেকে রুরকি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্ত। রুরকিতেই তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা সেটা উল্টে যায়। এবং তাতে আগুন ধরে যায়। কোনও মতে রক্ষা পান পন্ত।
তবে তাঁর শরীরের বহু জায়গায় গুরুতর চোট লাগে। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভের কপালে দু’ জায়গায় কেটে গিয়েছিল। তাঁর ডান হাঁটুতে একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল এবং তিনি তাঁর ডান কব্জি, গোড়ালি এবং পায়ের আঙুলেও আঘাত পেয়েছিলেন। সেই সময় পন্তের পিঠে ঘর্ষণের ফলে খারাপ ভাবে চোট লাগে। যার ফলে পন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে খেলতে পারেননি। ২০২৩ সালের বিশ্বকাপেও তাঁর দলে ফেরার সম্ভাবনা নেই।
For all the latest Sports News Click Here