সময়ের আগেই সেটে পৌঁছতেন অমিতাভ-রজনীকান্ত, লাঞ্চের আগে দেখা মিলত না গোবিন্দার
‘যোধা আকবর’, ‘গদর এক প্রেম কথা’, ‘পারিন্দে’, ইত্যাদি ছবি খ্যাত প্রযোজক এবং স্টান্ট ডিরেক্টর রবি দেওয়ান তাঁর দীর্ঘ কেরিয়ারে একাধিক তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। এঁদের মধ্যে আছেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, গোবিন্দা প্রমুখ। প্রসঙ্গত এই তিন অভিনেতাকে একসঙ্গে ‘হাম’ ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিটি ১৯৯১ সালে মুক্তি পায়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রবি দেওয়ান অমিতাভ এবং রজনীকান্তের বিষয়ে কথা বলতে গিয়ে তাঁদের সময়ানুবর্তিতার কথা বলেন। জানান তাঁরা সময়ের আগেই সেটে পৌঁছে যেতেন। কিন্তু গোবিন্দা নাকি আবার অন্য ধরনের ছিলেন। তিনি সবসময় লাঞ্চের পরেই সেটে ঢুকতেন।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ‘হাম’ ছবির একটা উদাহরণ দেন। তিনি বলিউড ঠিকানাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন ‘যখন এই তিন অভিনেতার সময় পাওয়া যেত আমরা তখনই শুটিং শিডিউল করতাম। এরপর ছবিতে এমন একটা জায়গা আসে যেটার শুটিং উটিতে হওয়ার কথা ছিল। আর সেখানে তিন অভিনেতাকে উপস্থিত থাকতে হতো। অমিতাভজি আর রজনীকান্তজি কল টাইমের আগেই সেটে পৌঁছে যেতেন, কিন্তু গোবিন্দা সবসময়ই লাঞ্চের পরেই আসতেন। তাঁর প্রযোজিত ছবির ক্ষেত্রেও তিনি তাই করতেন। ওঁর সময় নিয়ে বেশ সমস্যা ছিল। আমরা ম্যানেজ করতাম বাধ্য হয়ে।’
আরও পড়ুন: মাধুরীর রূপে মজেছিলেন গোবিন্দা, বললেন, ‘সুনিতা না থাকলে আমি পাক্কা…’
কিন্তু অমিতাভ বা রজনীকান্ত দুজনেই বয়সে গোবিন্দার থেকে বড়, অভিজ্ঞতাতেও, তা তাঁরা ওভাবে গিয়ে অপেক্ষা করতেন বলে রেগে যেতেন না? রবি জানান, ‘না, কখনই না। হাম ছবিতে একটা মর্নিং শট ছিল যেখানে তিন অভিনেতাকে প্রয়োজন ছিল। আমরা টানা পাঁচদিন গোবিন্দার জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু উনি আসেননি। আমি জানি না উনি কেন দেরি করতেন কিন্তু তিনি কখনই সময়ে আসতেন না। পরে বাধ্য হয়ে সেই সিনটাই বাদ দিয়ে দেওয়া হয়।’
For all the latest entertainment News Click Here