সব ৫০-৫০ পরিস্থিতি পক্ষে গিয়েছে, MI বধের পর আত্মবিশ্বাস ঝরে পড়ছে মায়াঙ্কের গলায়
গত ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে একেবারে শেষ দুই বলে রাহুল তেওয়াটিয়া ঝড়ে হারতে হয়েছিল পঞ্জাব কিংসকে। তবে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফের জয়ের সরণীতে ফিরল মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন দল। ব্যাটে ৫২ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরাও হলেন মায়াঙ্ক। রেকর্ড চ্যাম্পিয়নদের হারিয়ে আত্মবিশ্বাস ঝরে পড়ছে মায়াঙ্কের গলায়।
শুরুতেই মায়াঙ্ক ও শিখর ধাওয়ানের ৯৭ রানের ওপেনিং পার্টনারশিপ পঞ্জাবের জয়ের ভিত তৈরি করে দেয়। সেই ওপেনিং পার্টনারশিপে ভর করেই পাঁচ উইকেটে ১৯৮ রান তোলে পঞ্জাব। শেষমেশ ১২ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে মাত দিয়ে লিগ তালিকায় তৃতীয় নম্বরেও উঠে আসে। তবে এই জয়ের জন্য ব্যাটারদের পুরো কৃতিত্ব দিতে নারাজ মায়াঙ্ক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘শুধুমাত্র বড় রান তুলেছিলাম বলেই জিতেছি, এমনটা কিন্তু বলতে পারব না। এই ম্যাচে অনেক চড়াই উতরাই ছিল এবং সত্যি বলতে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে জয় পেয়েছি। প্রতিটি ৫০-৫০ কোনও না কোনও ভাবে আমাদের পক্ষেই যায়। সুতরাং, শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য ম্যাচ জিতিনি। ওই ৫০-৫০ পরিস্থিতিগুলি পক্ষে যাওয়ায় জিতেছি।’
এ মরশুমে পঞ্জাবের আক্রমণাত্মক ক্রিকেট সকলেরই নজর কেড়েছে। কিন্তু বেশি তাড়াতাড়ি রান করতে গিয়ে শেষের দিকে উইকেটই থাকছিল না দলের হাতে। সেই ভুল থেকে যে দল শিক্ষা নিয়েছে, তা মায়াঙ্কের কথায় স্পষ্ট। ‘আমরা টুর্নামেন্টের শুরুতেই ঠিক করে নিয়েছিলাম যে আক্রমণাত্মক মনোভাব নিয়ে ক্রিকেটটা খেলব। আমার মনে হয় এই ম্যাচে আমরা বেশ বুদ্ধি খাটিয়ে ব্য়াট করেছি। আমরা আক্রণন তো করেছি, তবে উইকেট হাতে রেখে শেষের ওভারগুলিতে যেন লাভ তুলতে পারি, সেই দিকটাতেই নজর দিয়েছি। আমার মনে হয় আমরা ভাল ক্রিকেট খেলছি এবং প্রতিটি ম্যাচেই যদি এমনভাবে ৫-১০ শতাংশ করে উন্নতি করি, তাহলে এই মরশুমে আমাদের ভাল কিছু করার একটা সুযোগ রয়েছে।’ দাবি মায়াঙ্কের।
আইপিএল সংক্রান্ত সব খবর পেতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
For all the latest Sports News Click Here