সব লিঙ্গের প্রতি শরীরী আকর্ষণ! যৌন পছন্দ নিয়ে বিস্ফোরক ‘প্যানসেক্সুয়াল’ মণিকা
নিজের যৌন পছন্দটা বুঝে ওঠা এবং সেটা নিয়ে প্রকাশ্যে কথা বলা সহজ নয়। দীর্ঘদিন নিজের কাছে সত্যিটা গোপন রেখেছিলেন ‘ধোবি ঘাট’ খ্যাত অভিনেত্রী। তবে প্রথমবার নিজের যৌন পছন্দ, সিক্রেট বিয়ে থেকে পর্দা সরালেন মণিকা ডোংরা। হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মনের ঝাঁপি খুলেছেন অভিনেত্রী।
নিজেকে ‘প্যানসেক্সুয়াল’ বলে উল্লেখ করেন তিনি। এই শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত নন। প্যানসেক্সুয়ালিটির অর্থ লিঙ্গ পরিচয় বা যৌন দৃষ্টিভঙ্গি নির্বিশেষে আপনি নিজেকে যে কোনও ব্যক্তির প্রতি আকৃষ্ট করতে পারেন।
অভিনেত্রী জানিয়েছেন, কৈশোরে পুরুষদের প্রতি তিনি আকৃষ্ট হতেন, এবং নিজেকে স্ট্রেট ভাবতেন। তবে কলেজ জীবনে প্রথমবার সমকামি সম্পর্কে জড়ান মণিকা। সেই সময় নিজের যৌন চাহিদা নিয়ে ধন্দে পড়েছিলেন মণিকা। শুরুতে ভেবেছিলেন তিনি হয়ত উভয়কামী বা বাইসেক্সুয়াল। তবে ধীরে ধীরে মণিকা উপলব্ধি করেন বাইসেক্সুয়ালদের চেয়ে আলাদা তিনি। এরপর ধীরে ধীরে নিজের আসল সত্ত্বা চিনতে পারেন মণিকা। অভিনেত্রী স্পষ্ট বলেন, তিনি মেয়েলি পুরুষ এবং পুরুষালি মহিলাদের প্রতি আকৃষ্ট হন।
আজ পর্যন্ত কেউ কখনও জানতেই পারেনি বিয়ে করেছিলন মণিকা ডোংরা। একান্ত আলাপচারিতায় হিন্দুস্তান টাইমসের সামনে জীবনের এই বড় সত্যিটা জানান তিনি। অভিনেত্রী বলেন, ‘এক পুরুষকে আমি বিয়ে করেছিলাম। খুব নম্র, ভদ্র, জ্ঞানী আর অবশ্যই খুব বুঝদার মানুষ। আমি ওকে সত্যিটা বলতে বাধ্য ছিলাম। আমার এক সহ-অভিনেতার প্রতি আকর্ষণ জন্মেছিল। সে ছিল এক রূপান্তরকামী। আমার স্বামী (এখন প্রাক্তন) আমরা হাত ধরেছিল, ও সবটা বুঝেছিল। এর জেরে আমি ওকে আরও ভালোবেসে ফেলি। এরপর আমাদের পথ আলাদা হয়েছে, আমরা বিয়েটা ভেঙে দিয়েছি। সংবাদমাধ্যমের কাছে আমার বিয়েটা আমি গোপনই রেখেছি বরাবর, আজ আমি এতকিছু সত্যি বলছি বলে ভাবলাম এটাও আপনাকে বলি’।
‘রক অন’-এর সঙ্গে অভিনয় কেরিয়ার শুরু করছিলেন মণিকা। পরবর্তীতে অল্ট বালাজির ওয়েব সিরিজ ‘দ্য ম্যারেড ওম্যান’-এ নজর কাড়েন তিনি। এর আগেও নিজের যৌন পছন্দ নিয়ে প্রকাশ্যে কথা বলবার চেষ্টা করেছেন মণিকা। ২০১৬ সাল নাগাদ LGBT কমিউনিটির এক ক্যাম্পনে যোগ দিয়ে ট্রোলড হয়েছিলেন মণিকা। সেইসময় কেউ পাশে ছিল না তাঁর। এর জেরে প্যানিক অ্যাটাকে ভুগতেন মণিকা। তাঁর কথায়, ‘আমাকে কেউ সিরিয়াসলি নিত না। ওটিটি-তে যেদিন থেকে আমার শো দ্য ম্যারেড ওম্যান হিট হল, সেইদিন থেকে আমাকে মানুষ সিরিয়াসলি নিতে শুরু করে’।
এখন কি প্রেম করছেন মণিকা? অভিনেত্রীর সপাট জবাব, ‘আমি প্রেম জীবনটা গোপন রেখেছি বরাবার, একটু কুসংস্কারগ্রস্ত বলতে পারেন। আসলে নজর লেগে যাওয়ার ভয় হয়’। তবে জীবনে পরিপূর্ণ প্রেম উপলব্ধি করেছেন তিনি, জানান মণিকা ডোংরা।
For all the latest entertainment News Click Here