সব ম্যাচ হয়তো জিততে হবে! WTC final -এ ওঠা নিয়ে চিন্তিত রোহিত
শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে অনুষ্ঠিত সিরিজে দুই দলই নিজেদের জায়গা মজবুত করতে চাইবে। ভারতের জন্য এই টেস্টটি বিভিন্ন দিক থেকে বিশেষ হতে চলেছে। যেখানে রোহিত শর্মা প্রথমবারের মতো টেস্ট দলের অধিনায়কত্ব করবেন। বিরাট কোহলি তার শততম টেস্ট ম্যাচ খেলবেন। এছাড়া দীর্ঘদিন পর আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারাকে ছাড়াই টেস্ট খেলবে ভারতীয় দল। ম্যাচের প্রাক্কালে অধিনায়ক রোহিত শর্মা মিডিয়ার সাথে কথা বলার সময় এই সমস্ত বিষয় তুলে ধরেন। এর সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের পরিকল্পনার কথা বলেন রোহিত শর্মা।
ভারতীয় দল বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানে রয়েছে এবং সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, ‘এটি একটি চ্যালেঞ্জিং যাত্রা। আমরা টেবিলের মাঝখানে রয়েছি। আমরা যে প্রতিটি ম্যাচ খেলব তা এখান থেকে গুরুত্বপূর্ণ হবে। বর্তমান সময়ে থাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নয়টি টেস্ট আমাদের খেলতে হবে। মনে হচ্ছে আমাদের প্রায় সব ম্যাচ জিততে হবে।’
টেস্ট অধিনায়ক হিসেবে তিনি কী অর্জন করতে চান জানতে চাইলে রোহিত বলেন, ‘সত্যি বলতে, আমি শুধু ম্যাচ জিততে চাই। আমাদের যে দলটি আছে তার সাথে আমি সঠিক জিনিসগুলো করতে চাই। আমরা ভালো অবস্থানে আছি।’ বিরাট প্রসঙ্গে বলতে গিয়ে রোহিত বলেন, ‘আমরা গত পাঁচ বছরে ভালো করেছি। অনেক কৃতিত্ব বিরাটকে যায়।’
For all the latest Sports News Click Here