সব ফর্ম্যাটেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ‘ছুটিতে’ থাকা শাকিব,টি-২০ তে বাদ তামিম
শুভব্রত মুখার্জি: সাম্প্রতিককালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ করে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেশের সেরা অলরাউন্ডার শাকিব আল হাসানের ‘মত পার্থক্য’ বারবার জনসমক্ষে এসে পড়েছে। তার সাম্প্রতিকতম নিদর্শন দক্ষিণ আফ্রিকার সফর ঘিরে তৈরি হওয়া জটিলতা। যার আপাত অবসান ঘটেছে শাকিব আল হাসানের ‘বিশ্রামে’ যাওয়ার মধ্যে দিয়ে। তবে ‘ছুটি’তে গেলেও ক্রিকেটের তিন ফর্ম্যাটে বিসিবির সদ্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় সবকটিতেই জায়গা করে নিয়েছেন শাকিব আল হাসান। তবে টি-২০ ফর্ম্যাটে কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল।
প্রসঙ্গত বৃহস্পতিবার নতুন ক্রিকেটীয় মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে (বিসিবি)। ছুটিতে থাকা সত্ত্বেও তিন ফর্ম্যাটের চুক্তিতেই রয়েছেন শাকিব আল হাসান। টি-২০’র চুক্তি থেকে বাদ পড়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিন ফর্ম্যাটের চুক্তিতে জায়গা করে নিয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। টেস্ট এবং ওয়ানডের চুক্তিতে তামিমের সঙ্গে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে, টি-২০’র চুক্তিতে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং আফিফ হোসেন ধ্রুব। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে জায়গা করে নিয়েছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরি ও মাহমুদুল হাসান জয়। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হয়েছে সাইফউদ্দিন, রাহি, সাইফ হাসান, শামীম পাটোয়ারি এবং সৌম্য সরকারদের।
∆ একনজরে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা :
∆ তিন ফর্ম্যাটে থাকা ক্রিকেটার :
শকিব আল হাসান,
মুশফিকুর রহিম,
লিটন দাস,
তাসকিন আহমেদ,
শরিফুল ইসলাম।
∆ একমাত্র টেস্টে থাকা ক্রিকেটাররা :
মুমিনুল হক,
তাইজুল ইসলাম,
নাজমুল হোসেন শান্ত,
এবাদত হোসেন,
সাদমান ইসলাম,
ইয়াসির আলী রাব্বি,
মাহমুদুল হাসান জয়।
∆ টেস্ট ও ওয়ানডে থাকা ক্রিকেটাররা :
তামিম ইকবাল
মেহেদি হাসান মিরাজ।
∆ শুধু ওয়ানডে ও টি-২০’র ক্রিকেটাররা :
মাহমুদুল্লাহ রিয়াদ,
মুস্তাফিজুর রহমান
আফিফ হোসেন ধ্রুব
∆ শুধু টি-২০ ফর্ম্যাটে থাকা ক্রিকেটাররা :
নুরুল হাসান সোহান,
নাসুম আহমেদ,
নইম শেখ,
শেখ মেহেদি হাসান।
∆ প্রথমবার কেন্দ্রীয় চুক্তির আওতায় আসা ক্রিকেটার :
মাহমুদুল হাসান জয়,
ইয়াসির আলী রাব্বি
∆ বাদ পড়া ক্রিকেটাররা :
সৌম্য সরকার,
মহম্মদ সাইফউদ্দিন,
আবু জায়েদ রাহি,
সাইফ হাসান,
শামীম হোসেন পাটোয়ারি
For all the latest Sports News Click Here