সব পিচে ব্যাজবলের কৌশল চলবে না- ইংল্যান্ডকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন অশ্বিন
ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের কোচ হওয়ার পর এবং বেন স্টোকস টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রিটিশরা টেস্ট ক্রিকেটেও আক্রমণাত্মক ব্যাটিংয়ের পন্থা অবলম্বন করেছে। এতে টেস্ট ক্রিকেটের চিত্রটাই বদলে গিয়েছে। ম্যাকালামের স্ট্র্যাটেজিতে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা প্রতিপক্ষ দলের বোলারদের উপর চাপ দিতে বেশ সফল হয়ে থাকেন। ইংল্যান্ডের এই আগ্রাসী ক্রিকেট খেলার ধরনই ব্যাজবল নামে পরিচিত।
আর এই স্ট্র্যাটেজিতে বেন স্টোকসের দল টেস্ট ক্রিকেটে অসাধারণ সাফল্য পাচ্ছে। ব্যাজবলই ইংল্যান্ড দলকে ধারাবাহিক ভাবে টেস্ট জিততে সাহায্য করছে। তবে এই কৌশলের সুবিধা এবং অসুবিধা- দুই-ই আছে। আর সে কথাই জানিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি দাবি করেছেন, সব জায়গায় ব্যাজবল সফল হবে না।
আরও পড়ুন: কোহলির হতাশ দৃষ্টিতে হাড়হিম হয়ে গিয়েছিল- কখন শ্রীধর চাকরি ছাড়ার কথা ভেবেছিলেন
অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘টি-টোয়েন্টি মতো টেস্টে খেলা যাবে না। দ্বিতীয়ত, এখন ব্যাজবল বলে একটা ধারণা তৈরি হয়েছে। ইংল্যান্ড খুব গতিময় ক্রিকেট খেলছে। একটা নির্দিষ্ট ঘরানা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু কিছু কিছু উইকেটে প্রতি বলে মারার চেষ্টা করতে গেলে ব্যর্থ হতে হবে। আগ্রাসী ক্রিকেটের সুবিধা এবং অসুবিধা দুই-ই আছে। মাঝে মাঝে পিচের অবস্থাকেও সমীহ করতে হয়।’
তিনি আরও বলেন, ‘কেউ কেউ বলবেন ডিফেন্ড না করে ১০০ রানে অলআউট করার কথা, আমি কঠোর পরিশ্রম করে ১৪০ রানে অলআউট করব। গেমটি শেষ হলেই আমরা জানতে পারব যে, এই পদ্ধতিটি কাজ করে কিনা। কখনও কখনও উইকেটের কন্ডিশনকে সম্মান করতে হয়। আপনি যদি পিচকে সম্মান করেন এবং সেই অনুযায়ী খেলতে পারেন, তা হলে পিচও আপনাকে সম্মান করবে। আপনি যদি পিচকে সম্মান করেন তবে আপনি এর সুবিধাও পাবেন।’
আরও পড়ুন: ইন্দোর টেস্টের আগে স্ত্রী আথিয়ার সঙ্গে মহাকালের দর্শন করে পুজো দিলেন কেএল রাহুল
পিচ কতটা পার্থক্য গড়ে দিতে পারে ম্যাচে, সেটা ভারতে খেলতে এসে টের পেয়েছে অস্ট্রেলিয়া। ঘূর্ণি পিচে বাজবলের মতো আগ্রাসী ক্রিকেট চলবে না, সেটাই বোঝাতে চেয়েছেন অশ্বিন। প্রসঙ্গত ম্যাকালাম কোচ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ভারতে আসেনি ইংল্যান্ড। তবে ২০২৪-এর শুরুতেই পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারতে আসবে তারা। তার আগেই অশ্বিন কিছুটা সাবধানই করেছেন ইংল্যান্ড টিমকে।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অশ্বিন মনে করিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ডব্লিউভি রমনের কথা। বলেছেন, ‘রমন আমাকে মাঝে মাঝেই বলত, উইকেটের বিরুদ্ধে কখনও লড়তে যেও না। সুইমিং পুলে যে ভাবে সাঁতার কাটো, সেটা কি সমুদ্রে গিয়েও কাটবে? পারবে না, তাই তো? ঠিক সে ভাবেই পিচকে ভালো করে বুঝে নিয়ে সেই মতো খেলার চেষ্টা করো। তা হলে পিচও তোমাকে বুঝতে পারবে। আমি সেটা এখনও মাথায় রাখি।’
For all the latest Sports News Click Here