সব থেকে বেশিবার রঞ্জি ট্রফির ফাইনালে হার বাংলার, এই রেকর্ডের ধারে-কাছে নেই কেউ
ইডেনের ফাইনালে বাংলাকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয় সৌরাষ্ট্র। তারা প্রথমবার রঞ্জির খেতাব জেতে ২০১৯-২০ মরশুমে। উল্লেখযোগ্য বিষয় হল, সেবারও জয়দেব উনাদকাটরা পরাজিত করেন বাংলাকেই। মাঝে করোনার জন্য ২০২০-২১ মরশুমে রঞ্জি ট্রফি আয়োজিত হয়নি। সেই নিরিখে, শেষ তিনটি মরশুমের মধ্য়ে বাংলাকে দু’বার ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়।
এখনও পর্যন্ত সব থেকে বেশিবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। এই তথ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কারও অজানা নয়। বম্বে ও মুম্বই এই দুই নামে তারা মোট ৪১ বার রঞ্জি খেতাব ঘরে তোলে। তবে অনেকেই হয়ত জানেন না যে, সব থেকে বেশিবার রঞ্জি ট্রফির ফাইনালে হেরেছে কারা।
উল্লেখযোগ্য বিষয় হল, সেই হতাশাজনক রেকর্ড রয়েছে বাংলার নাম। এখনও পর্যন্ত সব থেকে বেশি ১৩ বার রঞ্জি ট্রফিতে রানার্স হয়েছে বাংলা। এই নিয়ে মোট ১৫ বার রঞ্জির ফাইনালে ওঠে বাংলা। ১৯৩৮-৩৯ মরশুমে প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন হয় বাংলা। তারা শেষবার রঞ্জি খেতাব জেতে ১৯৮৯-৯০ মরশুমে। বাকি ১৩ বার ফাইনালে হেরে যায় বাংলা। সেই নিরিখে বলাই যায় যে, রঞ্জির শেষ হার্ডলে আটকে যাওয়া অভ্যাসে পরিণত করেছে বাংলা ক্রিকেট দল।
আরও পড়ুন:- WTC Points Table: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে মাত্র ১টি জয় দূরে ভারত, ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা
এই রেকর্ড অবশ্য আগেই বাংলার দখলে ছিল। এবার সৌরাষ্ট্রের কাছে হেরে সংখ্যাটা আরও বাড়িয়ে নেন মনোজরা। বাংলা ছাড়া আর একটি মাত্র দলের রঞ্জি ফাইনাল হারের সংখ্যা দুই অঙ্কে পৌঁছেছে। তামিলনাড়ু মোট ১০ বার রঞ্জি ট্রফিতে রানার্স হয়। যদিও তারা তিনবার রঞ্জি ফাইনালে হারে মাদ্রাস নামে মাঠে নেমে। রাজস্থান ও দিল্লি মোট ৮ বার করে রঞ্জি ট্রফিতে রানার্স হয়।
বাংলা ১৯৩৬-৩৭ মরশুমে প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে। সেবার তারা হেরে যায় নওয়ানগরের কাছে। দ্বিতীয়বার ফাইনালে উঠে বাংলা সাদার্ন পঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বাংলা শেষবার রঞ্জি চ্যাম্পিয়ন হয় ফাইনালে দিল্লিকে হারিয়ে।
আরও পড়ুন:- Bengal vs Saurashtra: একগাদা ক্যাচ মিস থেকে শাহবাজের রান-আউট, কোন ৫ কারণে রঞ্জি ফাইনালে হারল বাংলা?
রঞ্জি ফাইনালে বাংলা:-
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here