সব থেকে কম বয়সি বিদেশি হিসেবে IPL জয় পথিরানার, ভাঙলেন মুস্তাফিজুরের রেকর্ড
শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া আইপিএলের অন্যতম সেরা বোলার শ্রীলঙ্কার মাথিশা পথিরানা। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস দলের বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র ছিলেন তিনি। প্রাক্তন কিংবদন্তি শ্রীলঙ্কার বোলার লসিথ মালিঙ্গার বোলিং অ্যাকশনের সঙ্গে অনেকটাই মিল রয়েছে তাঁর। সিএসকের পঞ্চম ট্রফি জয়ের পিছনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই ডানহাতি পেসার। আর চেন্নাইয়ের পঞ্চম শিরোপা জয়ের দিনে একাধিক নজির গড়ে ফেললেন পথিরানা।
সব থেকে কম বয়সি বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের শিরোপা জয়ের নজির গড়েছেন মাথিশা পথিরানা। ভারতীয় এবং বিদেশি মিলিয়ে সার্বিকভাবে তৃতীয় কণিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন পথিরানা।
২০২৩ সালে সিএসকের হয়ে শিরোপা জয় তিনি করেছেন মাত্র ২০ বছর ১৬২ দিন বয়সে। ফলে বিদেশি ক্রিকেটার হিসেবে সবথেকে কম বয়সে আইপিএল জয়ের নজির গড়েছেন তিনি। এই তালিকাতেই দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের শিরোপা জয়ের সময়ে তাঁর বয়স ছিল মাত্র ২০ বছর ২৬৬ দিন।
আরও পড়ুন:- IPL ট্রফি নিয়ে তিরুপতি মন্দিরে পুজো দিল CSK, সর্বদা যেন তাদের ঘরেই থাকে, প্রার্থনা কি এটাই?
দেশি বিদেশি ক্রিকেটার মিলিয়ে সবথেকে কম বয়সে আইপিএল জয়ের নজির রয়েছে রবীন্দ্র জাদেজার। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময়ে আইপিএলের শিরোপা জিতে এই নজির গড়েছিলেন ভক্তদের আদরের ‘জাড্ডু’। মাত্র ১৯ বছর ১৭৮ দিনে এই নজির গড়েছিলেন রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন:- Jadeja’s Tribute To Dhoni: DP-তেও ধোনি বন্দনা, ঝামেলার তত্ত্ব উড়িয়ে ক্যাপ্টেনের সামনে শ্রদ্ধায় মাথা নোয়ালেন জাদেজা
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল চাহার। ২০১৯ সালে মাত্র ১৯ বছর ২৮১ দিনে আইপিএল জিতেছিলেন রাহুল চাহার। আর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মাথিশা পাথিরানা। প্রসঙ্গত মাথিশা পথিরানা সদ্য শেষ হওয়া আইপিএলে নিয়েছেন ১৯ টি উইকেট। ফাইনালে যদিও তিনি খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। সাই সুদর্শনের হাতে বেদম পিটুনি খেতে হয় তাঁকে। ফাইনালে ৪ ওভার বল করে তিনি ৪৪ রান দিয়ে নেন মাত্র দুটি উইকেট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here