সব থেকে কম ছক্কা মেরেও IPL চ্যাম্পিয়ন গুজরাট, জেনে নিন কোন দল কতগুলি ছয় মেরেছে
টি-২০ ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি, এমন ধারণা তৈরি হয়েছে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। বিশেষ করে আইপিএলের মতো টুর্নামেন্টে ছক্কা হাঁকানোই মনোরঞ্জনের সেরা উপায় হয়ে দাঁড়িয়েছে। তবে প্রচলিত সেই ধারণাকে ভুল প্রমাণিত করল গুজরাট টাইটানস। তারা দেখিয়ে দিল, ছক্কার পিছনে না দৌড়েও আইপিএল চ্যাম্পিয়ন হওয়া যায়।
আসলে আইপিএল ২০২২-এর দশ দলের মধ্যে সব থেকে কম ছক্কা মেরেছে গুজরাট টাইটানস। ফাইনালে হেরে যাওয়া রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা টুর্নামেন্টে সব থেকে বেশি ছক্কা মেরেছেন।
আরও পড়ুন:- ফাইনালের সেরা, টুর্নামেন্টের সেরা, সেরা উঠতি তারকা, অরেঞ্জ ও পার্পল ক্যাপ, IPL 2022-এর সব পুরস্কারের তালিকায় চোখ রাখুন
ব্যক্তিগতভাবে আইপিএল ২০২২-তে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর পুরস্কার জিতেছেন রাজস্থান রয়্যালসেরই জোস বাটলার। গুজরাট ছাড়া টুর্নামেন্টে ১০০-র কম ছক্কা মেরেছে সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএল ২০২২-তে মোট ১০৬২টি ছক্কা দেখা গিয়েছে। এই প্রথম আইপিএলের এক মরশুমে ১০০০-এর বেশি ছক্কা দেখা গেল। দেখে নেওয়া যাক, কোন দল কতগুলি করে ছক্কা মেরেছে এবং কোন দলের হয়ে সব থেকে বেশি ছক্কা মেরেছেন কোন ক্রিকেটার।
আরও পড়ুন:- IPL 2022 Final: ফ্লাডলাইট নিভিয়ে আইপিএল ফাইনালে মায়াবী আলোর খেলা, ভিডিয়ো
আইপিএল ২০২২-তে দলগত ছক্কার সংখ্যা:-
১. রাজস্থান রয়্যালস: ১৩৭টি
জোস বাটলার: ৪৫টি
২. লখনউ সুপার জায়ান্টস: ১১৫টি
লোকেশ রাহুল: ৩০টি
৩. কলকাতা নাইট রাইডার্স: ১১৩টি
আন্দ্রে রাসেল: ৩২টি
৪. পঞ্জাব কিংস: ১১০টি
লিয়াম লিভিংস্টেন: ৩৪টি
৫. দিল্লি ক্যাপিটালস: ১০৬টি
রোভম্যান পাওয়েল: ২২টি
৬. চেন্নাই সুপার: ১০৩টি
শিবম দুবে: ১৬টি
৭. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১০২টি
দীনেশ কার্তিক: ২২টি
৮. মুম্বই ইন্ডিয়ান্স: ১০০টি
সূর্যকমার যাদব ও টিম ডেভিড: ১৬টি করে
৯. সানরাইজার্স হায়দরাবাদ: ৯৭টি
নিকোলাস পুরান: ২১টি
১০. গুজরাট টাইটানস: ৭৯টি
ডেভিড মিলার: ২৩টি
For all the latest Sports News Click Here