সব থেকে কম ইনিংসে ৫০০০-এর শিখরে বাবর আজম, আমলার বিশ্বরেকর্ড ভাঙলেন পাক দলনায়ক
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করার পথে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দুরন্ত এক ব্যক্তিগত মাইলস্টোন টপকে যান বাবর আজম। পাক দলনায়ক এক্ষেত্রে হাশিম আমলার সর্বকালীন এক বিশ্বরেকর্ড ভেঙে দেন।
করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ ওয়ান ডে ম্যাচে মাঠে নামার আগে ৫০ ওভারের ক্রিকেটে বাবরের ব্যক্তিগত সংগ্রহ ছিল সাকুল্যে ৪৯৮১ রান। ৯৮টি ম্যাচের ৯৬টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি এই রান সংগ্রহ করেন। সুতরাং, ৫০০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলতে বাবরের দরকার ছিল মাত্র ১৯ রান, যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন।
বাবর ৯৯টি ম্যাচের ৯৭তম ইনিংসে ব্যাট করতে নেমে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রানের মাইলস্টোন টপকে যান। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে একশোর কম ইনিংসে আর কেউ এই মাইলস্টোন ছুঁতে পারেননি। সুতরাং, দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৫০০০ রান করার বিশ্বরেকর্ড গড়েন বাবর।
এতদিন এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা হাশিম আমলার নামে। তিনি ১০১টি ইনিংসে ব্যাট করে ৫০০০ ওয়ান ডে রান সংগ্রহ করেন। আমলা আপাতত তালিকার দ্বিতীয় স্থানে পিছিয়ে যান।
এই নিরিখে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে পিছিয়ে যেতে হয় যথাক্রমে ভিভ রিচার্ডস ও বিরাট কোহলিকে। দুই কিংবদন্তিই ১১৪টি করে ইনিংসে ব্যাট করে এই মাইলস্টোনে পৌঁছন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে কম ইনিংসে ৫০০০ রান করা পাঁচ ব্যাটসম্যান:-
১. বাবর আজম (পাকিস্তান)- ৯৭টি ইনিংসে
২. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)- ১০১টি ইনিংসে
৩. ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)- ১১৪টি ইনিংসে
৪. বিরাট কোহলি (ভারত)- ১১৪টি ইনিংসে
৫. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ১১৫টি ইনিংসে
For all the latest Sports News Click Here