সব জায়গায় পাশে চাই ভিকিকে! এই মামলাতেও একা থেকে দোকা হলেন ক্যাট
‘ভিক্যাট’-এর বিয়ের রেশ যেন কিছুতেই কাটছে না! গত সপ্তাহেই ভিকি কৌশলের সঙ্গে রাজকীয় বিয়ের পর্ব সারেন ক্যাট। রূপকথার মতোই সেই বিয়ে, স্বপ্নপুরীর রাজকুমার আর রাজকন্যের শুভ পরিণয়ের প্রতিটি মুহূর্তের ঝলক দেখে কার্যত থমকে দাঁড়িয়েছে নেটপাড়া। এই বিয়ে নিয়ে গোপনীয়তা পুরোমাত্রায় বজায় রেখেছিলেন ক্যাটরিনা-ভিকি, আর সেই কড়াকড়িই বোধহয় ফ্যানেদের ভিক্যাট-এর বিয়ে নিয়ে আরও বেশিমাত্রায় উত্তেজিত করে তুলেছিল।
গত ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে রাজকীয় বিয়ে সেরেছেন ক্যাটরিনা-ভিকি, এরপর অজানা কোথাউ মধুচন্দ্রিমা কাটিয়ে চলতি সপ্তাহের গোড়াতেই মুম্বইয়ে ফিরেছেন। এয়ারপোর্টে হাসিমাখামুখে লেন্সবন্দি হয়েছেন নবদম্পতি। বিয়ের এবং প্রাক-বিয়ের অনুষ্ঠানের ঝলক এর আগে ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করে নিয়েছেন ক্যাটরিনা। এবার মিসেস ভিকি কৌশল বদলে ফেললেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার। হ্যাঁ, এতোদিন বলিউডের অন্যতম জনপ্রিয় এই নায়িকার ইনস্টাগ্রামে ডিসপ্লে পিকচারটি ছিল সোলো, কিন্তু এখন আর তিনি একা নন!
ভিকির সঙ্গে বিয়ের একটি রঙিন মুহূর্তকেই এখন নিজের ইনস্টাগ্রামের ডিসপ্লে পিকচার হিসাবে বেছে নিয়েছেন ক্যাটরিনা। সেই ছবিতে রাজস্থানের পড়ন্ত বিকালের রোদ গায়ে মেখে পরস্পরের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের দিনের এই অন্যতম সেরা মুহূর্তই এখন ক্যাটরিনার ইনস্টাগ্রাম ডিপি।
![বদলে গেল ক্যাটরিনার ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার বদলে গেল ক্যাটরিনার ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার](https://images.hindustantimes.com/bangla/img/2021/12/17/original/KKK_1639707362055.png)
বিয়ের কয়েকঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একই ক্যাপশন লিখে ছবি শেয়ার করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। তাঁদের বার্তা ছিল, ‘শুধুমাত্র ভালোবাসা আর কৃতজ্ঞতাতেই আমাদের হৃদয় ভরপুর… সেই সবের জন্য যা আমাদের এই মুূহূর্ত এনে দাঁড় করিয়েছে। আপনাদের সকলের ভালোবাসা আর আর্শীবাদ কাম্য আমাদের এই নতুন যাত্রাপথে’।
৭-৯ ডিসেম্বর পর্যন্ত চলেছে ভিকি-ক্যাটরিনার গ্র্যান্ড বিয়ের অনুষ্ঠান। এই জুটির তিন ব্যাপী বিয়ের আসরে কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই হাজির ছিল। ইন্ডাস্ট্রির তরফে পৌঁছেছিলেন কবীর খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, মালবিকা মোহন, শর্বরীরা। জানা যাচ্ছে খুব শীঘ্রই গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করতে চলেছেন নবদম্পতি। ২০১৯ সাল থেকে সম্পর্কে রয়েছেন দুজনে। এই প্রেম সম্পর্ক ছিল বলিউডের ‘ওপেন সিক্রেট’, কিন্তু ৯ই ডিসেম্বর বিয়ের ছবি পোস্ট করবার আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে একটা শব্দও খরচ করেননি দুজনে।
For all the latest entertainment News Click Here