‘সব কৃতিত্ব মাহি ভাইয়ের’, CSK-র হয়ে ঝড় তোলা রাহানের গলায় ধোনি বন্দনা
এই বছর রঞ্জি ট্রফি টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে বেশ ভালোই খেলেছেন। তবে আইপিএল-এ চেন্নাই সুপর কিংসের হয়ে তাঁর বিস্ফোরক ব্যাটিং সবার মনে ধরেছে। ফের একবার জাতীয় দলে ডাক পেয়েছেন। তিনি অজিঙ্কা রাহানে। গতকালও দলকে জয়ের প্ল্যাটফর্ম গড়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন রাহানে। সেই রাহানের গলায় মাহি বন্দনা। ফাইনালে মাত্র ১৩ বলে ২ ছক্কা এবং ২টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেছিলেন রাহানে। ম্যাচ শেষে রাহানের অভিজ্ঞতার প্রশংস করেন ধোনি। তবে কয়েক মাস আগেও চিত্রটা ছিল ভিন্ন। জীতায় দল থেকে বাদ পড়ার পর আইপিএল-এও সেভাবে দাগ কাটতে পারেননি। এর আগে কেকেআর তাঁকে দল নিয়েছিল। তবে ফর্মে ছিলেন না রাহানে। সেভাবে সুযোগও পাননি। তবে সিএসকে দেখল পুরোনো রাহানেকে। আর এর পুরো কৃতিত্বই ধোনি এবং দলের ম্যানেজমেন্টকে দিচ্ছেন রাহানে।
রাহানে গতকাল ফাইনাল শেষে বলেন, ‘এবছর আইপিএল বেশ উপভোগ করেছি। এর পুরো কৃতিত্ব সিএসকে ম্যানেজমেন্ট এবং মাহি ভাইয়ের। তাঁরা আমাকে প্রথমেই বলে দিয়েছিল যে যাই হয়ে যাক না কেন শেষ পর্যন্ত তাঁরা আমার ওপর ভরসা রাখবে। আমাকে বলা হয়েছিল যে আমাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে। আমাকে মরশুমের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে দলে আমার দায়িত্ব কী হবে। এরপর আর আমার খেলায় কোনও ভাবে হস্তক্ষেপ করেনি কেউ। সিএসকে এই স্বাধীনতা দিয়ে থাকে সব খেলোয়াড়কেই। যেভাবে এই মরশুমে আমি ব্যাট করেছি, তাতে আমিও বেশ খুশি।’
এবছরের আইপিএল-এ ১৪টি ম্যাচে ১১টি ইনিংসে ব্যাট করেছেন রাহানে। ৩২.৬ গড়ে মোট ৩২৬ রান করেছেন তিনি। অর্ধশতরান রয়েছে দু’টি। তবে এবছর রাহানের ব্যাটিংয়ের সবথেকে চোখ ধাঁধানো বিষয় ছিল তাঁর স্ট্রাইক রেট। এবছর ১৭২.৪৯ স্ট্রাইক রেটে রান করেছেন রাহানে। মেরেছেন ১৬টি ছক্কা। তাঁর ব্যাটিংয়ে কোনও ভয়ের চিহ্ন ছিল না। দল যে তাঁকে পর্যাপ্ত সমর্থন করছে, তা ফুটে উঠেছিল তাঁর ব্যাটিং শৈলীতেই। প্রতিটি ম্যাচেই দলের স্বার্থের কথা ভেবে চালিয়ে ব্যাট করেছেন রাহানে। এবং এই ব্যাটিং শৈলীর পরিবর্তনের জন্য ধোনির দেখান ভরসাকেই কৃতিত্ব দিচ্ছেন রাহানে।
For all the latest Sports News Click Here