‘সব কিছু তোমার জন্যই,’ ধোনিকে পাশে বসিয়ে ছবি তুলে আবেগঘন বার্তা জাদেজার
একটা সময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দূরত্বের সৃষ্টি হয় রবীন্দ্র জাদেজার। এমনকী এও শোনা যায়, চেন্নাই সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চলেছেন এই অলরাউন্ডার। যদি বর্তমানে তা হয়নি। গত বছরের ব্যর্থতার পরও থেকে গিয়েছেন জাড্ডু। চেন্নাই সুপার কিংসের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাদেজা। এবারও তিনি বহু ম্যাচ একা হাতে জিতিয়েছেন। শুধু তাই নয় সোমবার আইপিএল ফাইনালেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাই ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফি হাতে ধোনির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন তিনি। এই ভারতীয় অলরাউন্ডার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমরা একমাত্র এটা মহেন্দ্র সিং ধোনির জন্য করেছি। মাহি ভাই তোমার জন্য আমরা যা কিছু করতে রাজি।’ জাদেজা স্ত্রীকে পাশে নিয়ে ছবি তুলেছেন। তবে বেশ কয়েক দিন আগেই চেন্নাই সুপার কিংসের বেশ কিছু সমর্থকদের উদ্দেশ্যে মজার ছলেই একহাত নেন জাদেজা। সেখানে যে তিনি ধোনির সমর্থকদের বুঝিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু সেই বিতর্ককে পিছনে ফেলে দিলেন জাড্ডু। ম্যাচ শেষে যখন চুপ করে ডাগআউটে বসে রয়েছেন ধোনি। তাকে দেখা মাত্রই ছুঁটে চলে আসেন জাদেজা। জড়িয়ে ধরেন মাহিকে। চেন্নাই অধিনায়কও জাদেজাকে কোলে তুলে নেন। এমন ছবি দেখে মুগ্ধ সকলে। তারা যে এখনও ভালো বন্ধু তা ফের একবার বুঝিয়ে দিয়েছেন।
শুধু তাই নয়, এই ম্যাচের শেষে আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। চেন্নাই পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠের মধ্যেই স্ত্রী রিভাবার সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় জাদেজাকে। রিভাবা জাদেজা গুজরাটের একজন বিধায়ক। তিনি জাড্ডুর খেলা দেখতে মাঠে এসেছিলেন। জাদেজা যে জয়ের জন্য রান তুলতে পেরেছেন তা দেখে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। আর তাই ম্যাচ শেষের পরে সেই আবেগপূর্ণ মুহূর্তকে দু’জনেই ভাগ করে নিয়েছে আলিঙ্গনের মাধ্যমে। এই জয়ের জন্য রিভাবাও হয়তো চোখের জল ফেলেন।
এই ম্যাচে টসে জিতে ধোনি ব্যাট করতে পাঠায় গুজরাটকে। তবে এদিন গুজরাটের বড় রান তুলতে শুভমন গিল সেই ভাবে সাহায্য করতে পারেনি। তবে সে না পারলেও সাই সুদর্শন ৪৭ বলে ৯৬ রান করে আউট হন। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে গুজরাট। কিন্তু চেন্নাই ব্যাট করতে নামলে বৃষ্টি নামে। ১৫ ওভারে ম্যাচ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। টার্গেট কমে এসে দাঁড়ায় ১৭১ রানে। তা তুলে ফেলে ৫ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here