‘সবুরে মেওয়া ফলে’- প্রথমবার সেরা অভিনেতার খেতাব কার্তিকের
এই প্রথম সেরা অভিনেতার খেতাব জিতলেন কার্তিক আরিয়ান। ভুল ভুলাইয়া ২ ছবির জন্য তিনি এবারের জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার পেলেন। এই অনুষ্ঠানটি গতকাল রাতে অনুষ্ঠিত হয়। পুরস্কার পাওয়ার পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অভিনেতা তাঁর ভক্তদের ধন্যবাদ জানান।
২৬ ফেব্রুয়ারি, রবিবার মুম্বইয়ে জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। এখানে বলিউডের নামী দামী বহু তারকাদের উপস্থিত থাকতে দেখা যায়। এদিনের অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার পান কার্তিক আরিয়ান। তিনি ভুল ভুলাইয়া ২ ছবির জন্য এই খেতাব জয় করেন। অন্যদিকে আলিয়া ভাট সেরা অভিনেত্রীর খেতাব জয় করেন। গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি ছবির জন্য তিনি এই পুরস্কার পান। আলিয়া কার্তিক, অনুপম খের এবং বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে এদিন লিখতে বলেন, ‘আজকের অনুষ্ঠানের পুরুষদের সঙ্গে।’
এই পুরস্কার পাওয়ার পর অন্যদিকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সকলকে ধন্যবাদ জানান কার্তিক। তিনি এই পুরস্কার পাওয়ার পর সেটা ধরে একাধিক ছবি তুলে সেগুলো পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘মুখ্য চরিত্রে আমার প্রথম সেরা অভিনেতার পুরস্কার। কষ্টের ফল মিষ্টি হয়। রুহ বাবা আমার কাছে চিরকাল বিশেষ হয়ে থাকবে। ধন্যবাদ জি সিনে অ্যাওয়ার্ডস এবং ভুল ভুলাইয়া ২ ছবির গোটা টিমকে। ধন্যবাদ আমার দর্শকদের এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি কথা দিচ্ছি আগামীতেও আপনাদের বিনোদন দিতে থাকব।’
কার্তিককে শেষবার শেহজাদা ছবিতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে এই ছবিতে ছিলেন কৃতি শ্যানন। গত ১৭ ফেব্রুয়ারি মুক্তি পায় এই ছবি। রোহিত ধাওয়ান পরিচালিত এই ছবি আদতে তেলুগু ছবি আলা বৈকুণ্ঠপুরামুলোর হিন্দি রিমেক। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, রণিত রায়, প্রমুখকে দেখা গিয়েছিল। তবে বক্স অফিসে তেমন সাড়া পায়নি এই ছবি।
For all the latest entertainment News Click Here