সবুজ সঙ্কেত অধরা, বিশ্বকাপের ভেন্যুগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে ভারতে আসবে পাক দল
ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে কি আদৌ আসবে পাকিস্তান। এই নিয়ে তীব্র চর্চা চলছে। আর তার মাঝেই ইন্টার প্রোভিনসিয়াল কোঅর্ডিনেশন (ক্রীড়া) মন্ত্রকের এক অফিসিয়াল সূত্রের মতে, আসন্ন আইসিসি ওডিআই বিশ্বকাপের জন্য প্রতিবেশী দেশে বাবর আজমদের পাঠানোর অনুমোদন দেওয়ার আগে ভেন্যুগুলি মূল্যায়ন করতে পাকিস্তান একটি নিরাপত্তা প্রতিনিধি দল ভারতে পাঠানোর পরিকল্পনা করেছে।
ঈদের ছুটির পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হবে। তার পরেই পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা প্রতিনিধি দলের সফরের সময় সরকার নির্ধারণ করবে। সেই সূত্রের দাবি, ‘নিরাপত্তা প্রতিনিধি দল পিসিবির প্রতিনিধি হয়ে যাবে। পাকিস্তান যেখানে যেখানে খেলবে, সেই ভেন্যুগুলি এবং বিশ্বকাপে তাদের জন্য করা নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা পরিদর্শন করবে।’
প্রতিনিধি দলটি চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কলকাতা এবং আমদাবাদে বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করবে বলে শোনা যাচ্ছে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৫ অক্টোবর বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজন করার কথা রয়েছে। সেই সূত্র বলেছেন, ‘যে কোনও কারণে ভারত সফরের আগে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয় পিসিবি-কে। আর সেই অনুমতি নেওয়ার আগে একটি প্রতিনিধি দল ভারতে পাঠানো হয়ে থাকে।’
আরও পড়ুন: ODI-এ দিব্যি ১১ ওভার বল করলেন কিউয়ি স্পিনার, ধরতেই পারলেন না কেউ,আজব নজির মহিলা ক্রিকেটে
তিনি যোগ করেছেন, ‘প্রতিনিধি দল সেখানে ভারতে এসে বিসিসিআই কর্তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আমাদের খেলোয়াড়, কর্মকর্তা, ভক্ত এবং মিডিয়া, যারা টুর্নামেন্টে যাবে, তাঁদের নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থা নিয়ে আলোচনা এবং পরিদর্শন করবে।’
তিনি পরিষ্কার বলে দিয়েছেন, প্রতিনিধিদল যদি মনে করে যে, পাকিস্তানের জন্য নির্ধারিত স্থানের পরিবর্তে অন্য কোনও ভেন্যুতে খেলা হলে ভালো হবে, তা তাদের প্রতিবেদনে উল্লেখ করবে। তাঁর মতে, ‘প্রতিনিধি দলের কোনও উদ্বেগ থাকলে পিসিবি রিপোর্টটি আইসিসি এবং বিসিসিআইয়ের সঙ্গে শেয়ার করবে।’
আরও পড়ুন: মা-বোন নিয়ে কেউ কিছু বললে সহ্য করব নাকি- স্লেজিং করে রাহানের কাছে ঘাড় ধাক্কা খাওয়া নিয়ে মুখ খুললেন যশস্বী
পিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে, শেষ বার যখন পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে গিয়েছিল, তখন সরকার ভেন্যুগুলি পরিদর্শনের জন্য একটি যৌথ প্রতিনিধি দল পাঠিয়েছিল। পিসিবি-র সূত্র আবার বলে দিয়েছেন, ‘প্রতিনিধিদের সুপারিশেই ভারতের বিপক্ষে ধর্মশালায় পাকিস্তানের ম্যাচটি কলকাতায় স্থানান্তরিত করা হয়েছিল।’
সেই সূত্র আরও দাবি করেছেন যে, পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের চূড়ান্ত নিশ্চিতকরণ তখনই ঘোষণা করা হবে, যখন সরকার পিসিবিকে ছাড়পত্র দেবে। তিনি বলেও দিয়েছেন, ‘এটি অস্বাভাবিক নয় এবং এটি ভারতে সমস্ত সফরের জন্য আদর্শ পদ্ধতি। এমন কী অন্যান্য খেলার ক্ষেত্রেও সংশ্লিষ্ট জাতীয় ফেডারেশনগুলিকে তাদের দল যে কোনও প্রতিযোগিতার জন্য ভারতে পাঠাতে হলে, সরকারের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে।’
পাকিস্তান হকি ফেডারেশন বর্তমানে চেন্নাইয়ে অগস্টে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য তাদের দল পাঠানোর ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। পাকিস্তানের জাতীয় ফুটবল দল সম্প্রতি বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল। কিন্তু সরকারী সংস্থার কাছ থেকে তারা শেষ মুহূর্তের অনুমোদন পেয়েছে। ওডিআই বিশ্বকাপটি ভারতের দশটি শহরে অনুষ্ঠিত হবে এবং ৫ অক্টোবর থেকে শুরু হবে এই চলবে। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।
For all the latest Sports News Click Here