সবুজ ফিনফিনে শাড়িতে অনুষ্কার হট অবতার, বউয়ের রূপ দেখে কী প্রতিক্রিয়া বিরাটের?
‘বিরাট’ বিক্রমে পাক বধের রেশ এখনও কাটেনি। কিং কোহলিতে মজে রয়েছে গোটা দেশ। দীর্ঘদিন ফর্মে ছিলেন না কোহলি, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রান করে কার্যত একা হাসে টিমকে জেতান অনুষ্কার স্বামী। বিরাটকে নিয়ে গর্বিত অনুষ্কা ইনস্টাগ্রামে লম্বা পোস্ট লিখেছিলেন বরের জন্য। এই বছর দিওয়ালিটা মায়া নগরীতে নয়, কলকাতায় কাটাচ্ছেন অনুষ্কা। ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিংয়ে আপতত তিলোত্তমায় রয়েছেন বিরাট ঘরণী। আলোর উৎসবে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার শাড়িতে দ্যুতি ছড়ালেন অনুষ্কা, আর বউয়ের রূপের ছটায় মন্ত্রমুগ্ধ বিরাট।
দিওয়ালি উপলক্ষ্যে সবুজ রঙা সি থ্রু শাড়িতে সাজলেন অনুষ্কা। শাড়িতে অনুষ্কার সেক্সি লুক দেখে বেসামাল বিরাটও। বউয়ের প্রশংসা প্রকাশ্যেই করে বসলেন তারকা। একদিকে বিরাটের ফর্মে ফেরা, অন্যদিকে উৎসবের মেজাজ। তাল বেঙ্গলের পুলসাইডে ‘চাকদা এক্সপ্রেস’-এর টিমকে জমিয়ে পার্টি করলেন অনুষ্কা। আর সেই পার্টিতে সাবেকিয়ানা আর আধুনিকতার এক অদ্ভূত মেলবন্ধন করা পড়ল অনুষ্কার সাজে। ওলিভ গ্রিন শাড়িতে সম্মোহন ছড়ালেন নায়িকা। রাফেল শাড়ির সঙ্গে একই রঙা বিকিনি ব্লাউজে ধরা দিয়েছেন অভিনেত্রী। অনুষ্কার ব্লাউজের নেকলাইন এবং সিকুইন কাজ এটির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েচে। অনুষ্কার শাড়ি জুড়ে পলকা ডট বসানো সোনালি রঙা, যা সেই শাড়িতে আরও চিত্তাকর্ষক করে তুলেছে।
এমন শাড়ির সঙ্গে জড়োয়া হার পড়েছেন অনুষ্কা, তবে কান ফাঁকা। খোলা চুল এবং হালকা মেকআপে মোহময়ী ভামিকার মা। ইনস্টাগ্রামে অনুষ্কা এই ছবি পোস্ট করতেই প্রশংসায় বন্যা। তবে সবাই অপেক্ষায় ছিলেন বউয়ের রূপ নিয়ে কী লিখবেন বিরাট। তবে অনুষ্কার এই সেক্সি লুক দেখে কার্যত বাকরুদ্ধ কোহলি। কমেন্ট বক্সে বিরাট একটি লাল হৃদয়ের ইমোজি জুড়ে দেন, সঙ্গে আরও একটি ইমোজি যোগ করেন, যেখানে দেখা গেল চোখ ফেটে হৃদয় বেরিয়ে আসছে! অনুষ্কার রূপের জাদুতে বিরাটের হৃদয় পাগলপাড়া তা বুঝতে অসুবিধা হওয়ার নয়।
অন্যদিকে দিওয়ালি পার্টিতে চুটিয়ে আনন্দ করল ভামিকাও। শ্যুটিং-এর ছুটি তাই ভামিকাকে নিয়ে কাটলো অনুষ্কার। রঙ্গোলি আঁকতে গিয়ে, সেই রং সারা গায়ে মাখামাখিও করেছে ভামিকা। তাই এটা হোলি বা দিওয়ালি- সেই নিয়েই কনফিউজড অনুষ্কা। মেয়ের সেই কীর্তি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, পরিচালক প্রসিত রায়ের ‘চাকদা এক্সপ্রেস’-এর সঙ্গে দীর্ঘ চার বছরের বিরতির পর পর্দায় ফিরছেন অনুষ্কা। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ২০২৩ সালের ২রা ফেব্রুয়ারি মুক্তি পাবে ঝুলন গোস্বামীর বায়োপিক।
For all the latest entertainment News Click Here