সবার রঙে রঙ মিশাতে রাজি হল FIFA, বিশ্বকাপে উঠল রামধনু নিষেধাজ্ঞা
প্রতিবাদের পথে হেঁটে অবশেষে স্বস্তি ফিরল সমকামীদের। ফিফা বিশ্বকাপের রং বদলে দিল তাঁদের আন্দোলনের চাপে। রেনবো আর্মব্যান্ড, ব্যানার, টি-শার্ট নিয়ে যে বিতর্ক চলছিল কাতার বিশ্বকাপে, তা আপাতত ধামাচাপা দিতে আসরে নামল ফিফা। ‘লাভ ওয়ান’এ আর আপত্তি নেই ফিফার। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সিদ্ধান্তে বিশ্বকাপের ম্যাচ দেখতে গেলে আর সমস্যায় পড়তে হবে না সমকামীদের।
কাতার বিশ্বকাপ দেখতে ওই দেশে গিয়ে হাজির হয়েছেন বহু সমকামী। তাঁদের নানা সমস্যা, হেনস্তার মুখে পড়তে হচ্ছিল। আর এই নিয়েই চলছিল তীব্র বিতর্ক। ফিফার সিদ্ধান্তে এ বার তাঁদের মুখের হাসি চওড়া হল।
কাতারে সমকামিতাকে বেআইনি হিসেবে বিবেচনা করা হয়। যা ইসলামের পরিপন্থী বলে কাতারের তরফে দাবি করা হয়। সমকামিতার ক্ষেত্রে শাস্তির বিধানও আছে। জরিমানা, সাত বছর পর্যন্ত জেল হতে পারে। এমন কী পাথর ছুড়ে মারাও হতে পারে।
আরও পড়ুন: FIFA World Cup-এর মাঝে খারাপ খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কলম্বিয়ার মিডিও-র
আর এই সব নিয়ম-নীতি মেনে চলতে কড়া নির্দেশও দেওয়া হয়েছে। আর এতেই যত আপত্তি বহির্বিশ্বের। বিশ্বকাপ দেখতে যাওয়া মানুষজনের স্পষ্ট মন্তব্য, বিশ্বকাপ দেখতে যাওয়া ফুটবল-প্রেমীদের স্পষ্ট মন্তব্য, ফুটবল দেখার পাশাপাশি তাঁরা ছুটি কাটাতে এসেছেন কাতারে। উপভোগ করতে চাইছেন দেশটাকে। অথচ বাজে নিয়মে তাঁদের আটকে দেওয়া হচ্ছে।
কাতারে সবেতেই নিষেধাজ্ঞা। ধূমপানে, মদ্যপানে, ছোটা পোশাক পরাতে, সমকামীদের নিয়ে, প্রকাশ্যে জড়িয়ে ধরা বা চুম্বনে, গ্য়ালারিতে গান গাওয়ার ক্ষেত্রে। আসলে কাতার রক্ষণশীল মানসিকতার। কিন্তু বিশ্বকাপে বিদেশ থেকে যে সমস্ত সমর্থকেরা এসেছেন, তাঁরা খোলা মনের। উদার মানসিকতার। আর এই সব নিয়েই বিশ্বকাপের আগে থেকে চলছে বিতর্ক।
আরও পড়ুন: রোনাল্ডোর গোল ভেবেই সেলিব্রেশন করেছিলাম, জয়টাই তো আসল- দাবি ব্রুনো ফার্নান্ডেজের
বিয়ার বিতর্ক তো ফিফাকে ভীষণই চাপে ফেলে দিয়েছিল। সেই নিয়মও কিছুটা হলেও শিথিল করা হয়েছে। ফ্যান জোনে মিলছে বিয়ার। পোশাক নিয়ে রক্ষণশীল মানসিকতা কিংবা গ্যালারিতে খোলামেলা মনোভাবের ক্ষেত্রেও কমেছে কড়াকড়ি। কিন্তু রামধুন রং নিয়ে কিছুতেই নতিস্বীকার করতে চাইছিল না কাতার। এ বার গোটা বিশ্বের চাপে তাতেও পিছু হটতে হল কাতারের রক্ষণশীল মানসিকতাকে।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘মাঠে এমন কিছু ঘটনা ঘটেছে, যা সম্পর্কে ফিফা ভালো মতোই ওয়াকিবহাল। কিছু জিনিস নিয়ে মাঠে যে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাও জানে। আয়োজকদের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এ বার থেকে রামধনু রং নিয়ে মাঠে ঢুকতে পারবেন দর্শকরা। এই ব্যাপারটা যাতে পুরোপুরি বলবৎ হয়, সে দিকে নজর রাখবে ফিফা।’
শুধু সমকামীদের জন্যই কাতারে কড়া নিয়ম রয়েছে, তা নয়, মহিলাদের স্বাধীনতার যে বার্তা তুলে ধরা হচ্ছিল, তাও মানতে নারাজ ছিল কাতার। সে সব সিদ্ধান্তও বদলাতে বাধ্য হয়েছে তারা। আর পুরোটা ফিফার চাপে পড়ে নিজেদের থুতু নিজেদেরই গিলতে হচ্ছে। পর্তুগাল-উরুগুয়ে ম্যাচ চলাকালীন মারিও ফেরি রামধনু পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়ে। যেটা বড় প্রতিবাদ ছিল বিশ্ব ফুটবলের মঞ্চে। আর এর পরেই নড়চড়ে বসে ফিফা। বাধ্য হয়েই ফিফা নিজেদের সিদ্ধান্ত বদলায়। আয়োজক দেশ কাতারকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা হয়।
For all the latest Sports News Click Here