সবাই তোমায় এই জন্যেই মনে রাখবে- বেয়ারস্টোর আউট নিয়ে ক্যারিকে স্লেজ ব্রডের
অ্যাশেজের দ্বিতীয় টেস্টের শেষ দিন বিভিন্নভাবে স্মরণীয় ও বিতর্কিত হয়ে থাকল। এই টেস্ট ম্যাচও হারতে হয়েছে ইংল্যান্ডকে। লর্ডস টেস্ট হারের ফলে ঘরের মাঠে ০-২ তে পিছিয়ে পড়েছে তারা। তবে শেষ দিনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে জনি বেয়ারস্টোর আউট নিয়ে। অস্ট্রেলিয়ার বিতর্কিত আউট এবং উদযাপন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।
ঘটনার সূত্রপাত ইংল্যান্ডের ইনিংসের ৫২তম ওভারে। ব্যাট করতে থাকা জনি বেয়ারস্টোকে লো বাউন্সার দেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। সেই বাউন্সার ব্যাটে না খেলে নিচু হয়ে ছেড়ে দেন জনি। বল পৌঁছে যায় উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে। ইংল্যান্ডের তারকা ব্যাটার প্রায় সঙ্গে সঙ্গেই ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েন। উইকেটরক্ষক ক্যারির বল দিয়ে উইকেট ভেঙে দেন এবং আউটের আবেদন করতে থাকেন।
মাঠে থাকা আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। তৃতীয় আম্পায়ার রান আউটের সিদ্ধান্ত দেন। কিছুটা অবাক এবং বিস্মিত হয়ে যান জনি। হতাশা জনক এই আউটের পর জনি মাথা নাড়াতে নাড়াতে প্যাভিলিয়নের দিকে ফিরে যান। সেই সময় নন-স্টাইকার এন্ডে থাকা ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস মাঠে থাকা আম্পায়ারদের সঙ্গে তর্কা-তর্কিতে জড়িয়ে পড়েন। লর্ডসে উপস্থিত ইংল্যান্ডে সমর্থকরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিৎকার করতে থাকেন। অস্ট্রেলিয়াকে প্রতারক বলে রব ওঠে গ্যালারিতে।
উত্তেজনা এখানেই শেষ হয়ে যেতে পারতো। কিন্তু তা হয়নি। জনি বেয়ারস্টো আউট হওয়ার পরে ব্যাট করতে আসেন ইংল্যান্ডের তারকা জোরে বোলার স্টুয়ার্ট ব্রড। তিনিও এসে উইকেট কিপার অ্যালেক্স ক্যারির সঙ্গে কিছুটা বাগবিতণ্ডায় জড়িয়ে যান। স্টাম্প মাইকের সাহায্যে শোনা যায় ব্রড উইকেট কিপার ক্যারিকে বলছেন, ‘তুমি যেটা করলে সেটার জন্য সব সময় মনে থাকবে।’
পরিস্থিতি যেমনই হোক। শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিয়ে এসেছে অজি বাহিনী। আগের ম্যাচের মতো এই ম্যাচেও জেতার ব্যবধান খুবই অল্প। ৪৩ রানে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। পর পর দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে ইংল্যান্ড। এই ম্যাচে অধিনায়ক বেনের অসাধারণ ইনিংসও বাঁচাতে পারেনি তাদের। ২১৪ বলে ১৫৫ রান করে যান অধিনায়ক বেন। তবে অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয় ইংল্যান্ডকে। তবে এই ঘটনার পর অজি ক্রিকেটারদের স্পোর্টস ম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন অনেকে।
For all the latest Sports News Click Here