সবাইকে নাকি ভয় পাইয়ে দিয়েছেন বরুণ! ‘ভেড়িয়া’র পোস্টারে কী এমন আছে, নিজে দেখে নিন
জঙ্গলের ঘুটঘুটে অন্ধকারেই ঘটবে যত কাণ্ড। দীনেশ ভিজনের ক্রিয়েচার কমেডি ‘ভেডিয়া’র প্রথম এক্সক্লুসিভ পোস্টার প্রকাশ্যে। পোস্টারে অভিনেতা বরুণ ধাওয়ানকে দেখে যে কারও চোখ গোল গোল হতে পারে।
বরুণ ধাওয়ানের ঠান্ডা দৃষ্টি, শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে উজ্জ্বল শিখা, পিছনে রাতের আকাশে জ্বলজ্বল করছে বড় গোল চাঁদ। ঘন জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি এই পোস্টারে দেখা মিলেছে কৃতি স্যানন, দীপক ডোবরিয়াল, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং পালিন কাবাকেরও। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। ছবির ট্রেলার আগামী ১৯ নভেম্বর মুক্তি পাবে।
আরও পড়ুন: ২৪ বছর হয়ে গেল ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর, কী সব কাণ্ড ঘটেছিল তখন! জানতেন এগুলি?
বলিউডের পর্দায় আসছে ওয়ারউলফের গল্প। ছবির পরিচালনা করেছেন অমর কৌশিক। ২০১৯ সালে ‘বালা’ এবং ‘স্ত্রী’-র মতো ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। ভেড়িয়া-র গল্প লিখেছেন নীরেন ভাট এবং সঙ্গীত দিয়েছেন সচিন জিগার। ছবির গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।
আরও পড়ুন: কে বলবে চল্লিশ পেরিয়ে গিয়েছে! শ্বেতার এই রূপ-রহস্যের কারণ জানেন কি
অ্যাকশন সিক্যুয়েন্স ভরপুর হবে এই ছবি। ছবির অ্যাকশন ডিরেক্টর ড্যারেল ম্যাকক্লেলান এবং রিয়াজ-হাবিব। ভেড়িয়ায় বরুণ ধাওয়ানের সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা যাবে কৃতি স্যাননকে।
আরও পড়ুন: মাত্র ৫ হাজার টাকা নিয়ে ভারতে আসেন, ধাপে ধাপে কীভাবে বলিউডে উঠেছেন নোরা ফাতেহি
২০১৫ সালে রোহিত শেট্টির দিলওয়ালের পর ফের একবার বরুণ-কৃতি জুটি বেঁধেছেন ভেড়িয়াতে। শ্রদ্ধা কাপুররে ‘স্ত্রী’, এরপর জাহ্নবী কাপুর ও রাজকুমার রাওয়ের ‘রুহি’র পর দীনেশ বিজনের প্রযোজনায় আসছে ‘ভেড়িয়া’।
For all the latest entertainment News Click Here